ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, XII, 3rd sem
Автор: Dipa's Teaching
Загружено: 2025-04-30
Просмотров: 112
Описание:
ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, XII, 3rd sem
জনসংখ্যার অতি বৃদ্ধি #জনবিস্ফোরণ #education #exam #gk #population
ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ
1901 সাল থেকে 1951 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি ধীরে ঘটলে 1951 সালের পর ভারতে জনসংখ্যা বেড়েছে অতি দ্রুতহারে। বর্তমান ভারত বিশ্বের প্রথম জনবহুল দেশ। যেসকল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণে ভারতে জনসংখ্যা দ্রুতহারে বেড়েছে সেগুলি হল-
1. উচ্চ জন্মহার : ভারতে জন্মহার অত্যন্ত বেশি (27 জন/1000)। স্বল্প শিক্ষার হার, অল্প বয়সে বিবাহ, মেয়েদের সামাজিক মর্যাদা কম প্রভৃতি কারণে এদেশে জন্মহার খুব বেশি।
2. মৃত্যুহার হ্রাস: 1951 সালের আগে পর্যন্ত জন্মহার খুব বেশি থাকলেও মৃত্যুহারও খুব বেশি থাকায় মোট জনসংখ্যা তেমনভাবে বাড়েনি। কিন্তু স্বাধীনতার পর চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে শিশু মৃত্যুর হার কমে ও মহামারি রোধ হয় ফলে মৃত্যুহার দ্রুতহারে হ্রাস পায়। স্বাধীনতার পর জন্মহার অতি সামান্য হারে কমলেও মৃত্যুহার অতিদ্রুত হ্রাস পায় বলেই মোট জনসংখ্যা বাড়তে থাকে।
3. অল্প বয়সে বিবাহ: ছেলেদের বিয়ের বয়স 21 এবং মেয়েদের 18-সরকার দ্বারা এই আইন প্রয়োগ হলেও এখনও অনেক অঞ্চলেই বালবিবাহ প্রথা চলছে। অল্প বয়সে বিবাহের কারণে অনেক পরিবারে জনসংখ্যা বেশি।
4. স্বল্প শিক্ষার হার: ভারতে শিক্ষার হার, বিশেষ করে নারী শিক্ষার হার বেশ কম। ভারতের 25.6% মানুষ অশিক্ষিত বিশেষত 34.54 % মহিলা নিরক্ষর। ফলে অজ্ঞতা ও কুসংস্কারের কারণে জন্মহার বেশি।
5. দারিদ্র্য: ভারতের জনসংখ্যার একটা বড়ো অংশ দারিদ্র্য সীমার নীচে বাস করে। পুত্র সন্তানের মাধ্যমে ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার আশায় পরিবারে সদস্য সংখ্যা বাড়ছে।
6. মেয়েদের স্বল্প সামাজিক মূল্য ও মর্যাদা ভারতের সমাজ ব্যবস্থায় পুরুষতান্ত্রিকতার প্রাধান্য অত্যন্ত বেশি। মেয়েদের অর্থনৈতিক ও সামাজিক মূল্য ও মর্যাদা বেশ কম। অর্থনৈতিক স্বাবলম্বন, স্বাধীনতা, সাংসারিক মতামত, সন্তান ধারণে নিজস্ব মতামতের গুরুত্ব কম। ফলে জনসংখ্যা বাড়ছে।
7. কৃষিভিত্তিক সমাজব্যবস্থা ও উন্নয়নশীল অর্থনীতি:ভারতে কৃষিতে অধিক শ্রমের প্রয়োজন হয় এবং কৃষি নিবিড় জীবিকাসত্তাভিত্তিক তাই জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। তা ছাড়া উন্নয়নশীল অর্থনৈতিক অবস্থায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হয়।
৪. বিপুল সংখ্যায় শরণার্থীর আগমন স্বাধীনতার সময় দেশ বিভাগের কারণে পশ্চিম পাকিস্তান (বর্তমানে পাকিস্তান) ও পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) থেকে এদেশে প্রচুর শরণার্থীর
আগমন ঘটে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণেও এদেশে শরণার্থীর আগমন ঘটে।
এছাড়াও মহামারী রোধ, বিপর্যয়ের পূর্বাভাস দান, মেয়েদের স্বল্প সামাজিক মূল্য, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তার আশায় পরিবারের সদস্য বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: