নতুন লালন গীতি 2025 | মানুষের খোঁজে | Bangla Folk Song | Lalon Inspired
Автор: RAFSONG
Загружено: 2025-11-14
Просмотров: 136
Описание:
নতুন ও অনন্য লালন গীতি "মানুষখোঁজার পথে" আপনাদের জন্য নিয়ে এলাম।
এই গানটি লালনের চিরন্তন দর্শন ও ভাবনা থেকে অনুপ্রাণিত, যেখানে নিজের ভেতরের মানুষ খুঁজে পাওয়া এবং আত্মার শান্তির খোঁজের গল্প আছে।
🎵 গানের লিরিক্স:
১. মানুষের খোঁজার পথে আজি,
হাটে হাটে ঘুরি—
নিজের ভেতর মানুষটারে
পাই না রে কেমন করি?
২. যে মানুষটা কাছে বসে
মন-দুয়ারে ঠাকে—
তারই খবর নিতে গিয়া
দূরের পথে ঢাকি।
৩. মনের ঘরে সাত তালা রে,
চাবিটা কার হাতে?
চাবিওয়ালায় পাই না খোঁজ,
থাকি বিভ্রান্তিতে।
৪. গুরু বলে— “দেখরে ভোলা,
দূরেই কিছু নাই!
যে মানুষরে বাইরের খোঁজ,
সে তো বসে তোর ঠাঁই!”
৫. নিজের মাঝে মানুষ খুঁজে,
যদিই পাই সে দিন—
পৃথিবীটা চাই না আর,
মনেই হবে চেনাজন।
এই গানটি শুনে আপনার মন শান্তি পাবে এবং লালনের দর্শন আরও কাছ থেকে অনুভব করতে পারবেন।
🔔 Subscribe করুন আমাদের চ্যানেল, আরও নতুন লালন ও বাঙালি লোকগীতি উপভোগ করার জন্য!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: