কৃষ্ণনগর ঘূর্ণি - মাটির পুতুল
Автор: Satyam live Bangla
Загружено: 2025-03-02
Просмотров: 40
Описание:
কৃষ্ণনগর ঘূর্ণি মাটির পুতুল
নদিয়া
দীর্ঘ কয়েক বছর আগে প্রায় ১৫০ টি ঘর মিলিয়ে পুতুল পট্টি নামে পরিচিত হয়ে ওঠে নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড় শিবতলা এলাকা। প্রত্যেকটি বাড়িতেই গেলে দেখা যাবে গৃহবধূ ও বাড়ির কর্তারা ক্ষুদ্র নিপুন কাজের সাথে বিভিন্ন ধরনের পুতুল তৈরিতে ব্যস্ত। কেউ তৈরি করছেন ময়ূর, ডলফিন, বাঁদর, বিভিন্ন নামকরণের পাখি সহ আরো কত নাকি। কুটির শিল্প বলতে তাদের কাছে এই পুতুল তৈরির কাজ, উপার্জনের একমাত্র নির্ভর এই শিল্প। তাৎপর্যপূর্ণ বিষয়, কেউ মৃৎশিল্পীর সাথে যুক্ত নয়, বেশিরভাগ অধিকারী পরিবার, তবুও পুতুল তৈরিতে এতটাই পটু তারা সবকিছুই মনে হবে জীবন্ত উদাহরণ। দিনে ৫ থেকে ৬ ঘন্টা এই শিল্পের কাজ করে সেই রোজগারের উপর নির্ভর সংসার পরিচালনে। তাদের হাতের তৈরি পুতুল পাড়ি দেয় হায়দ্রাবাদ, বাঙ্গালুর, কর্ণাটক সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায়। বছরের তিনটি মাস কাজের ভাটা থাকলেও বাদবাকি মাস গুলিতে অর্ডারের মাধ্যমে চাহিদা থাকে কাজের, কিন্তু এখন পুতুল পট্টির পরিবাররা গুলি কি অবস্থায় আছেন তা স্পষ্ট করলেন তারাই। কেউ বলছেন নতুন করে এই শিল্পের সাথে আর কেউ যুক্ত হচ্ছে না, বিগত করোনা কালে শিল্প বন্ধ হওয়ার দোরগোড়ায় চলে যায়। পরবর্তীতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এই শিল্পের কাজ করে আগের মত সেই লাভংশ খুঁজে পাওয়া যায় না। সাজসজ্জা আসবাবপত্রের দাম এখন আকাশছোঁয়া, তাই অল্প লাভাংশের মধ্যেই এখনো এই শিল্পের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকটি পরিবার। উপায় তো নেই, হাতে খড়ি এই শিল্পের মধ্যে দিয়েই, অন্য কাজ তাদের কাছে অজানা। প্রসঙ্গত পুতুল তৈরীর কুটির শিল্পের কারিগরদের হাতে তৈরি পুতুল দিয়েই সম্ভার নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মোড়ের বিভিন্ন পুতুলের দোকান। প্রত্যেকটি দোকানে রয়েছে বিভিন্ন ধরনের পটচিত্র, রংবেরঙের পুতুল, ঘরে সাজিয়ে রাখার আকর্ষণীয় বিভিন্ন ধরনের মাটির মূর্তি। এক কথা বলা যেতেই পারে কৃষ্ণনগর ঘূর্ণির মোড়ের নাম এখনো ছড়িয়ে আছে দেশ-বিদেশে। বিদেশি পর্যটক থেকে শুরু করে দেশীয় মানুষ ছুটে আসে এই ঘূর্ণির মোড়ে তাদের পছন্দ অনুযায়ী পুতুল সহ অন্যান্য চিত্রপট কিনতে। একটু ঘুরলেই দেখা যাবে রাস্তার দুপাশে রাখা রয়েছে বিভিন্ন মাটির তৈরীর জীবন্ত প্রায় পুতুলের সম্ভার, নিজের চোখে না দেখলে বোঝাই সম্ভব হয়ে উঠবে না কি দেখলেন আপনি। তবে ঘূর্ণির মোড়ের পুতুল ব্যবসায়ীদের কথাই, কৃষ্ণনগরের ঘুর্নির মোড়ের মাটির তৈরি পুতুল পৃথিবী বিখ্যাত। যতদিন কৃষ্ণনগর থাকবে ততদিন এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তারা। কৃষ্ণনগরের সরপুরিয়া আর মাটির তৈরির পুতুল যার বিকল্প এখনো হয়ে ওঠেনি কোথাও।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: