মেলায় যাইরে, মেলায় যাইরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে খুব সুন্দর গান
Автор: ZANNAT TV
Загружено: 2018-04-18
Просмотров: 556
Описание:
Pahela Baishakh or Bangla Noboborsho is the first day of Bengali Calendar. It is celebrated on 14 April as a national holiday in Bangladesh, and on 14 or 15 April in the Indian states of West Bengal, Tripura and parts of Assam by people of Bengali heritage, irrespective of their religious faith. Wikipedia
পহেলা বৈশাখ
বাংলা সনের প্রথম দিন যা নববর্ষ হিসেবে পালিত হয়
ভাষাPDF ডাউনলোড করুননজরে রাখুনসম্পাদনা
পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।[১]
পহেলা বৈশাখ
ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন
আনুষ্ঠানিক নামপহেলা বৈশাখঅন্য নামনববর্ষপালনকারীবাঙালি জাতিউপাসনার রঙরংধনুতাৎপর্যজাতিগতউদযাপনহাল খাতা, বৈশাখী মেলাপালনবাংলাদেশ (১৪ এপ্রিল)
ভারত (১৫ এপ্রিল)শুরু৬:০০সমাপ্তি৬:০০সংঘটনবার্ষিক
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়।
এই উৎসব শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল "শুভ নববর্ষ"। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ২০১৬ সালে, ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে "মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে।[২]
বাংলা দিনপঞ্জীর সাথে হিজরী এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হলো হিজরী সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরী সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুর হয় ইউটিসি±০০:
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: