কবিতাঃকবিত্বহীন কবি||কবিঃমোহাম্মদ মোস্তফা||আবৃত্তি শিল্পীঃনুর মোহাম্মদ||কন্ঠযোদ্ধা||poetry||
Автор: কণ্ঠযোদ্ধা
Загружено: 2022-12-04
Просмотров: 150
Описание:
কবিতাঃকবিত্বহীন কবি//কবিঃমোহাম্মদ মোস্তফা//আবৃত্তি শিল্পীঃনুর মোহাম্মদ/কন্ঠযোদ্ধা।
কবিত্বহীন কবি
কলমে মোঃ মোস্তাফা।
কবি তোমার কি কবিত্ব নাই
তাহলে কেন লিখতে চাও না
খেটে খাওয়া মানুষের কথা অভুক্ত জন মানবের
হৃদয়ের ব্যাথা
ধর্ষিতা বোনের গুমরে গুমরে কান্না
এ সব কিছুই কি তোমার কলমের ফলায়
আটকায় না
তাহলে ওদের কে নিয়ে লিখতে এতো অনিহা
কেন?
নাকি তোমার কবিত্ব হারিয়েছো আজ
বিবেকের ঘড়ে লাগিয়েছ তালা
শব্দেরা তোমায় অভিশাপ দেয়
বর্ণের পুথিমালা।
জাগো কবি জাগো চলে এসো এই
রাজপথে
ঘৃণার দেয়ালে লাথি মারো আজ
বিবেক কে জাগাতে।
দেখো লাখো জীবন্ত শহিদ ঘুরে বেড়ায়
এই শহড়ে ঘুমায় ফুটপাতে
অন্ধ বধির সেজেছে তারা
আমার বাংলাতে।
বর্ণচোরা ছবক দিচ্ছে সুশিল সমাজ কে
ভূইফোড়েরা দেশ চালাবে অর্বাচীনদের সাথে।
তালকানায় ভরে গেছে সমাজে স্তরে স্তরে,
কবি তোমার কবিত্বশক্তি দেখাবে কবে
শুনাও শান্তির বাণী কবিত্বের মাঝে রবে।
ধর্মযাজক শুনায় দেখ ধর্মভয়ের কথা
আশার বাণী শুনাও কবি ভুলি হৃদয়ের ব্যাথা।
তাহার বলুক আল্লাহ হড়ি হয়তো যিশুর গান
তুমি শুনাও কাব্য রচণা শান্তিতে জুরাবো প্রাণ।
তাহারা বিলাইবে ছবক প্রসাদ ফুল চন্দন
তুমি বিলাইবে মনুষ্যত্ব প্রেমময় বন্ধন।
কবি পারবে তুমি জাগাতে মোদের
সহৃদয়ের আলো
চারিদিকে আজ অমানিশার ঘোর
কেশের ন্যায় কালো।
কবি তোমার আশে রাস্তার পাশে ছাত্ররা
ডাকে মহা সমাবেশ
লিখনা কবি তাদের স্লোগান
গড়োক বাংলাদেশ।
সোনালী ফসল মেঠো পথ আর কুড়ে ঘর
খুঁজে নাহি পাও
কৃষাণির নোলক রাখালের বাঁশি
বিলের ডিঙ্গি নাও।
দারুন খড়া পুরছে ধরা
পিচঢালা এ পথ
পাবেনা তুমি গরুর গাড়ী
মহিষ বাহি রথ।
অট্টালিকার শহড় এখনে
আসমানে বাধে ঘড়
পাশাপাশি থাকে তবো
আপন নাহি ভাবে কেহ
হয়ে থাকে পর।
কবি তুমি শুনাও আশার বাণী
ভরিয়া উঠুক মন
এই ধরা সবুজে ঘেরা হোক
ফুলের ভুবন।
কবির হাত শৃঙ্খলে বন্দী
আন্গুুল করেছে কর্তন
মুখ রেখেছে সেলাই করে
চোখের বিবর্তন।
আইনের হাতে বন্দী বিবেক চোখে বাঁধে
কালো কাপড়
হাতে তাহার নিত্তি থাকে দেখে না
সোনালী ভোর।
কবি তোমার কবিত্ব নাই
হয়ে গেছো আজ পাথর।
#কবিতা_কবিত্বহীন_কবি#কন্ঠযোদ্ধা #emotional
#কবি_মোহাম্মদ_মোস্তফা
#বিদ্রোহী_কবিতা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: