আইটিতে ক্যারিয়ার কিভাবে শুরু করবেন জানুন লাইভে সাথে থাকছে বিশেষ ঘোষণা-
Автор: Creative IT Institute
Загружено: 2024-05-20
Просмотров: 1068
Описание:
আইটিতে ক্যারিয়ার কিভাবে শুরু করবেন জানুন লাইভে সাথে থাকছে বিশেষ ঘোষণা-
চমকপ্রদ সব বিজ্ঞাপন আর অলিগলিতে গড়ে ওঠা ট্রেনিং সেন্টারে ১ মাসে হাজার ডলার আয়ের স্বপ্ন অনেককেই বিভ্রান্ত করছে। একবিংশ শতাব্দিতে এসে সবাই আইটি স্কিলের গুরুত্ব উপলব্ধি করতে পারলেও শুরুটা কিভাবে করতে হবে এটা নিয়ে দ্বিধা-দ্বন্দের শেষ নেই। অনেকেই ভুল প্রতিষ্ঠানে গিয়ে প্রতারিত হয়েছেন আবার অনেকে নিজের পছন্দের জায়গাটা খুঁজে না পেয়ে ভুল পথে সময় ও অর্থ নষ্ট করেছেন। তাহলে,
☑️ কিভাবে শুরু করবেন আইটি ক্যারিয়ার?
☑️ কি কি বিষয় খেয়াল রাখা জরুরী?
☑️ আপনার জন্য কোন কোর্স?
☑️ আগামীতে লিড করবে কোন কোন বিষয়?
☑️ কোন স্কিল ডেভেলপ করলে আয়টাও ভালো হবে?
এসব প্রশ্নের উত্তর নিয়ে আগামী ২০ মে বিকাল ৪ টায় লাইভে আসছেন ক্রিয়েটিভ আইটির গ্রাফিক এন্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট থেকে শহীদুর রাহমন, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে জাহেদি শুভ এবং ওয়েব এন্ড সফটওয়্যার ডিপার্টমেন্ট থেকে সোহান হোসেন থাকবেন পরিপূর্ণ গাইডলাইন প্রদানের জন্য পাশাপাশি এই লাইভে থাকছে বিশেষ চমক। এই ৩ জন ডিপার্টমেন্ট হেড আইটির অত্যাধুনিক বিষয়গুলো নিয়ে কাজ তো করছেনই ধরে পাশাপাশি তাদের হাত ধরে সহস্রাধিক শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক মার্কেটে জায়গা করে নিয়েছেন। লাইভ সঞ্চালনায় থাকবেন আরও একজন আইটি এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন মেন্টর ফাতিহা তাসনিম, থাকুন পুরো লাইভ জুড়ে আর জেনে নিন কিভাবে শুরু করবেন আইটি ক্যারিয়ার।
#CREATIVEITINSTITUTE #CIT15Years #CareerInIT #ITskills
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: