প্রবাসীর বাড়ি রাস্তা বন্ধ করা ও তার প্রতিকার
Автор: সফল রাহ
Загружено: 2025-09-16
Просмотров: 5
Описание:
প্রবাসীর বাড়ি রাস্তা বন্ধ করা ও তার প্রতিকার
“আমাদের অনেক প্রবাসী ভাই দেশের বাইরে থেকে কষ্টের উপার্জিত টাকা পাঠিয়ে বাড়ি করেন বা জমি কিনে রাখেন। কিন্তু বাস্তবে দেখা যায়—কিছু লোক সেই জমিতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। ফলে প্রবাসীর পরিবার ভোগান্তিতে পড়ে, এমনকি বাড়ির প্রবেশ পথ পর্যন্ত আটকে দেওয়া হয়।”
“আইনের ভাষায় এটি হলো ‘রাস্তায় বাধা প্রদান’ বা easement right লঙ্ঘন করা। যিনি দীর্ঘদিন ধরে রাস্তা ব্যবহার করছেন, তিনি আইনগতভাবে সেই রাস্তায় চলাচলের অধিকারী।”
বাংলাদেশে প্রবাসী বা স্থানীয় যে কেউ চাইলে নিচের পদক্ষেপ নিতে পারেন—
1.ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় অভিযোগ – প্রথমে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টার সুযোগ থাকে।
2. উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন – ইউএনও স্থানীয় প্রশাসনের সহায়তায় রাস্তা বন্ধ হলে তদন্ত করে ব্যবস্থা নিতে পারেন।
3.সিভিল কোর্টে মামলা – যদি সমস্যা সমাধান না হয়, তবে সিভিল কোর্টে ‘স্থায়ী নিষেধাজ্ঞা মামলা’ (Permanent Injunction Suit) করা যায়। আদালত আদেশ দিলে কেউ আর রাস্তা বন্ধ করতে পারবে না।
4. ডিক্রি কার্যকর করা – আদালতের রায় আপনার পক্ষে গেলে পুলিশ বা প্রশাসন দিয়ে রাস্তা খুলে দেওয়া সম্ভব।”
“প্রবাসী ভাইয়েরা, দেশে জমি কেনার সময় অবশ্যই খতিয়ান, পর্চা ও রাস্তার অবস্থান যাচাই করে কিনুন। সম্ভব হলে রেজিস্ট্রেশনের সময়েই জমিতে ‘রাস্তার অধিকার’ বা easement উল্লেখ করুন। আর সমস্যা হলে দেরি না করে অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন।”
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: