The Power of Quran Episode 28
Автор: Ahoban আহ্বান
Загружено: 2024-02-24
Просмотров: 26
Описание:
কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ঐশীগ্রন্থ। বিশ্বমানবতার চিরন্তন মুক্তির সনদ, যার তেলাওয়াত, অধ্যয়ন ও বাস্তবায়নের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ ও সফলতা। প্রতিদিন কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। কোরআনের গুরুত্ব তুলে ধরে মহান আল্লাহ প্রিয়নবী (স.)-কে লক্ষ্য করে বলেন, إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا ‘আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।’ (সুরা মুজাম্মিল: ৫)
মানবজাতির চরিত্র গঠনে কোরআন অনুপম একটি গ্রন্থ। যে ব্যক্তি যথাযথভাবে কোরআন তিলাওয়াত করবে, তা নিয়ে চিন্তা-গবেষণা করবে এবং তা জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ তাকে সচ্চরিত্রের অধিকারী করবেন। বরং কোরআনই উত্তম চরিত্রের সর্বোত্তম মাপকাঠি। আয়েশা (রা.)-কে মহানবী (সা.)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘তাঁর চরিত্র ছিল কোরআন।’ (মুসনাদে আবু ইয়ালা, হাদিস : ৪৮৬২)
কুরআনের গুরুত্ব তুলে ধরে মহান আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে বলেন-
'আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।' (সুরা মুযাম্মিল : আয়াত ৫)
এ আয়াতে 'গুরুত্বপূর্ণ বাণী' বলতে মহান আল্লাহ বুঝাতে চাচ্ছেন- ইহা (কুরআন) এতই গুরুত্ববহ যে দুনিয়ার কোনো শক্তিই এর একটি শব্দ বা অক্ষরের সংশোধন, পরিবর্তন বা স্থানান্তরের ক্ষমতা রাখে না। আর তা কোনোভাবেই সম্ভব নয়।
কুরআনের এই সুন্দরতম শব্দমালা বিগত ১৫শ' বছর ধরে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। কুরআনের এ নিশ্চয়তার কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনেই ঘোষনা দিয়েছেন এভাবে-
'নিশ্চয়ই আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।' (সুরা হিজর : আয়াত ৯)
মহান আল্লাহ তাআলা নিজেই সুন্দরতম পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের পরিচয় আমাদের সামনে এভাবে তুলে ধরেছেন-
'এটি ঐ কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। পরহেযগারদের জন্য পথ প্রদর্শনকারী।' (সুরা বাকারাহ : আয়াত ২)
'এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।' (সুরা সাদ : আয়াত ২৯)
মহাগ্রন্থ আল-কুরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন-
যদি আমি এ কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।' (সুরা হাশর : আয়াত ২১)
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: