জীবনের কিছু মহৎ কথা যা আপনাকে জীবনে পরিবর্তন করতে সাহায্য করবে।
Автор: Dilip Khutya
Загружено: 2022-05-20
Просмотров: 12253
Описание:
জীবনের কিছু মহৎ কথা যা আপনার জীবনে কিছু পরিবর্তন আনতে পারে।
আজকের বিষয় হলো ,, কাম, ক্রোধ ও লোভ
এই তিনটি হলো নরকের দ্বার স্বরূপ।,।।
শ্রী শ্রী গীতায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন, "কাম, ক্রোধ, লোভ এই তিন নরকের দ্বার। তাই এই তিনটি ত্যাগ করা উচিৎ।"
কামঃ- কামকে ভগবান সর্বগ্রাসী বলে আখ্যা দিয়েছেন। কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধের ফলে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হওয়ার ফলে তার সর্বনাশ হয়-গীতা। কামের বশবর্তী হয়ে এক রমনীর দিকে দৃষ্টিপাত করায় মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নিজ পার্ষদ থেকে পরিত্যাগ করেছিলেন।
ক্রোধঃ- ক্রোধ হচ্ছে তমোগুণের প্রতীক। ভগবান শ্রীগীতায় বলেছেন- তমোগুণ সম্পন্ন জীবদের আমি জন্ম জন্মান্তরে পশু যোনিতে নিক্ষেপ করি।
আমরা যে ব্যক্তিত্ব সম্পন্ন জীবন ধারন করবো মৃত্যুর পর কামনা-বাসনা অনুযায়ী আমরা সেরকমই একটা দেহ লাভ করবো। তাই আমরা যদি কৃষ্ণ কেন্দ্রিক জীবন ধারণ করি তাহলে অন্তিমে আমরা কৃষ্ণকেই লাভ করবো, এতে কোন সন্দেহ নেই।
লোভঃ- লোভ হচ্ছে ভক্তি পথে পতনের প্রথম ধাপ। লোভ থেকে জড় কামনা-বাসনার উদয় হয়। এই জড় কামনা-বাসনাগুলোই হচ্ছে জড় জগতের বন্ধনের মুল কারন।
এর ফলে জন্ম জন্মান্তরে বার বার ঘুরে ঘুরে এই জড় জগতেই আমাদের ফিরে আসতে হবে। এমন জীবের ক্ষেত্রে ভগবৎধাম প্রাপ্তি প্রায় অসম্ভবই বলা চলে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ,কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।
জয় শ্রী কৃষ্ণ
#জীবনের_কিছু_মহৎ_কথা_যা_আপনার_জীবনে_কিছু_পরিবর্তন_আনতে_পারে#হরে_কৃষ্ণ#দিলীপ_খুট্যা#কৃষ্ণের_বাণী#
#Bengali_motivational_video#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: