ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

যীশুর যাতনাভোগ (পুণ্য শুক্রবার ) - Good Friday of the Lord's Passion

Diocese of Rajshahi

Christianity in Bangladesh

Catholic Church Bangladesh

Bangla Homily

Bengali Homily

Bangla Sunday Sermon

Christian Preaching Bangladesh

যীশু

যাজক

‘নাজারেথীয় যীশু

খ্রীষ্টের প্যাশন

সিমোন পিতর

আন্না

ইহুদী

কাইয়াফা

মহাযাজক

ক্যাথলিক চার্চ

যন্ত্রণা

শুক্রবার

Автор: রাজশাহী ধর্মপ্রদেশ - DIOCESE OF RAJSHAHI

Загружено: 2018-03-26

Просмотров: 5013

Описание: যোহন-রচিত সুসমাচার
১৮:১ এই সমস্ত কথা বলার পর যীশু নিজের শিষ্যদের সঙ্গে বেরিয়ে গিয়ে কেদ্রোন গিরিখাদের ওপারে গেলেন; সেখানে একটা বাগান ছিল; তিনি ও তাঁর শিষ্যেরা সেই বাগানে প্রবেশ করলেন।
১৮:২ জায়গাটা বিশ্বাসঘাতক সেই যুদারও পরিচিত ছিল, কারণ যীশু তাঁর শিষ্যদের সঙ্গে প্রায়ই সেখানে মিলিত হতেন।
১৮:৩ যুদা সৈন্যদলকে এবং প্রধান যাজকদের ও ফরিসিদের কাছ থেকে জড় করা অনুচারীদের সঙ্গে ক’রে সেখানে এসে উপস্থিত হলেন; তাদের হাতে ছিল লণ্ঠন, মশাল আর নানা অস্ত্র।
১৮:৪ নিজের কী কী ঘটবে, সে সমস্তই জেনে যীশু এগিয়ে এলেন ও তাদের বললেন, ‘তোমরা কাকে খুঁজছ?’
১৮:৫ তারা তাঁকে উত্তর দিল, ‘নাজারেথীয় যীশুকে।’ যীশু তাদের বললেন, ‘আমিই সে।’ বিশ্বাসঘাতক যুদাও তাদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিলেন।
১৮:৬ ‘আমিই সে’, তিনি তাদের এই কথা বলামাত্র তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল।
১৮:৭ তিনি তাদের আবার জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কাকে খুঁজছ?’ তারা বলল, ‘নাজারেথীয় যীশুকে।’
১৮:৮ যীশু উত্তর দিলেন, ‘আমি তোমাদের বললাম যে, আমিই সে। তোমরা যদি আমাকেই খুঁজছ, তবে এদের যেতে দাও।’
১৮:৯ এমনটি ঘটল, যীশু যে কথা বলেছিলেন তা যেন পূর্ণ হয়: ‘যাদের তুমি আমাকে দিয়েছ, তাদের মধ্যে একজনকেও হারাইনি।’
১৮:১০ সিমোন পিতরের একটা খড়্গ ছিল, তা বের করে তিনি তখন মহাযাজকের চাকরকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন—চাকরের নাম ছিল মাল্কস।
১৮:১১ যীশু পিতরকে বললেন, ‘তোমার খড়্গ কোষে রেখে দাও; এই যে পাত্র পিতা আমাকে দিয়েছেন, আমি কি তা পান করব না?’
১৮:১২ তাই সৈন্যদল ও তাদের সহস্রপতি এবং ইহুদীদের অনুচারীরা যীশুকে ধরে তাঁকে বেঁধে ফেলল এবং
১৮:১৩ প্রথমে তাঁকে আন্নার কাছে নিয়ে গেল, কারণ তিনি ছিলেন ওই বছরের মহাযাজক কাইয়াফার শ্বশুর।
১৮:১৪ এই কাইয়াফাই ইহুদীদের পরামর্শ দিয়েছিলেন যে, জনগণের জন্য মাত্র একটি মানুষের মৃত্যু হওয়াই সুবিধাজনক।
১৮:১৫ এদিকে সিমোন পিতর আর অন্য এক শিষ্য যীশুর অনুসরণ করেছিলেন; এই শিষ্য মহাযাজকের পরিচিত ছিলেন বলে যীশুর সঙ্গে মহাযাজকের প্রাঙ্গণে প্রবেশ করলেন।
১৮:১৬ পিতর কিন্তু বাইরে থেকে ফটকের কাছে দাঁড়িয়ে রইলেন। তাই মহাযাজকের পরিচিত ওই শিষ্য বেরিয়ে এসে দ্বাররক্ষিকাকে বলে পিতরকে ভিতরে নিয়ে গেলেন।
১৮:১৭ দ্বাররক্ষিকা দাসীটি পিতরকে বলল, ‘তুমিও কি ওই লোকটার শিষ্যদের একজন নও?’ তিনি বললেন, ‘না, আমি তো নই।’
১৮:১৮ চাকরেরা আর অনুচারীরা শীতের জন্য কাঠকয়লার আগুন জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে তাপ পোহাচ্ছিল। পিতরও দাঁড়িয়ে তাদের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন।
১৮:১৯ তখন মহাযাজক যীশুকে তাঁর শিষ্যদের বিষয় এবং তাঁর শিক্ষা বিষয় জিজ্ঞাসাবাদ করলেন।
১৮:২০ যীশু তাঁকে উত্তর দিলেন, ‘আমি জগতের কাছে প্রকাশ্যেই কথা বলেছি, সবসময়ই সমাজগৃহে ও মন্দিরে শিক্ষা দিয়েছি, যেখানে সকল ইহুদী সম্মিলিত হয়। গোপনে তো আমি কিছুই বলিনি।
১৮:২১ আমাকে জিজ্ঞাসা করছেন কেন? যারা আমার কথা শুনেছে, তাদেরই জিজ্ঞাসা করুন; আমি তাদের কী কী বলেছি, তারা তা জানে।’
১৮:২২ তিনি একথা বললে সেখানে উপস্থিত প্রহরীদের একজন যীশুকে চড় মেরে বলল, ‘মহাযাজককে এইভাবে উত্তর দিচ্ছ?’
১৮:২৩ যীশু তাকে উত্তর দিলেন, ‘অন্যায় যদি বলে থাকি, তবে অন্যায় কোথায়, তার সাক্ষ্য দাও; কিন্তু যদি ন্যায্য কথা বলে থাকি, তবে আমাকে কেন মারছ?’
১৮:২৪ আন্না তখন মহাযাজক কাইয়াফার কাছে তাঁকে বাঁধা অবস্থায় পাঠিয়ে দিলেন।
১৮:২৫ সেসময়ে সিমোন পিতর এমনি দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। লোকে তাঁকে বলল, ‘তুমিও কি ওর শিষ্যদের একজন নও?’ তিনি এই বলে তা অস্বীকার করলেন, ‘আমি নই।’
১৮:২৬ মহাযাজকের চাকরদের একজন—পিতর যার কান কেটে ফেলেছিলেন তারই এক আত্মীয়—তখন জিজ্ঞাসা করল, ‘ওই বাগানে আমি কি তোমাকে ওর সঙ্গে দেখিনি?’
১৮:২৭ পিতর আবার তা অস্বীকার করলেন, আর তখনই মোরগ ডেকে উঠল।
১৮:২৮ পরে তাঁরা যীশুকে কাইয়াফার কাছ থেকে শাসক-ভবনে নিয়ে গেলেন। তখন ভোর হয়েছে। তাঁরা নিজেরা শাসক-ভবনে প্রবেশ করলেন না, পাছে অশুচি হন, কিন্তু পাস্কাভোজে যেন বসতে পারেন।
১৮:২৯ তাই পিলাত তাঁদের কাছে বেরিয়ে গিয়ে বললেন, ‘এই লোকের বিরুদ্ধে আপনাদের কী অভিযোগ?’
১৮:৩০ তাঁরা তাঁকে উত্তর দিলেন, ‘অপকর্মা না হলে ওকে আপনার হাতে তুলে দিতাম না।’
১৮:৩১ পিলাত তাঁদের বললেন, ‘আপনারাই ওকে নিয়ে যান ও আপনাদের বিধানমতে ওর বিচার করুন।’ ইহুদীরা তাঁকে বললেন, ‘আমাদের পক্ষে কারও প্রাণদণ্ড দেওয়া বিধেয় নয়।’
১৮:৩২ এমনটি ঘটল, নিজের যে কীভাবে মৃত্যু হবে, সেবিষয়ে যীশু যা বলেছিলেন, তাঁর সেই কথা যেন পূর্ণ হতে পারে।
১৮:৩৩ তখন পিলাত আবার শাসক-ভবনে প্রবেশ করে যীশুকে কাছে ডেকে বললেন, ‘তুমি কি ইহুদীদের রাজা?’
১৮:৩৪ যীশু উত্তর দিলেন, ‘আপনি কি নিজে থেকেই একথা বলছেন, না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে?’
১৮:৩৫ পিলাত উত্তর দিলেন, ‘আমি কি ইহুদী? তোমার স্বজাতিরা ও প্রধান যাজকেরাই তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন—তুমি কী করেছ?’
১৮:৩৬ যীশু উত্তর দিলেন, ‘আমার রাজ্য ইহলোকের নয়। যদি আমার রাজ্য ইহলোকের হত, তাহলে ইহুদীদের হাতে আমাকে যেন তুলে দেওয়া না হয়, তার জন্য আমার লোকজন লড়াই করত; কিন্তু, না, আমার রাজ্য ইহলোকের নয়।’
১৮:৩৭ পিলাত তাঁকে বললেন, ‘তাহলে তুমি কি একজন রাজা?’ যীশু উত্তর দিলেন, ‘আপনিই তো বলছেন, আমি রাজা। সত্যের বিষয়ে যেন সাক্ষ্য দিতে পারি, এজন্যই আমি জন্মেছি, এজন্যই জগতে এসেছি। যে কেউ সত্যের মানুষ, সে আমার কথায় কান দেয়।’
১৮:৩৮ পিলাত তাঁকে বললেন, ‘সত্য! তা আবার কী?’
একথা বলার পর তিনি আবার ইহুদীদের কাছে বেরিয়ে গিয়ে বললেন, ‘ওর মধ্যে কোন অপরাধ আমি খুঁজে পাচ্ছি না।
১৮:৩৯ আপনাদের জন্য কিন্তু একটা প্রথা আছে যে, পাস্কা উপলক্ষে আমি আপনাদের জন্য একজনকে মুক্ত করে দিই। তবে আপনারা কি চান যে, আমি ইহুদীদের রাজাকে আপনাদের জন্য মুক্ত করে দিই?’
১৮:৪০ তাঁরা আবার চিৎকার করে বললেন, ‘একে নয়, বারাব্বাসকে।’—বারাব্বাস ছিল এক দস্যু!

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
যীশুর যাতনাভোগ  (পুণ্য শুক্রবার ) - Good Friday of the Lord's Passion

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]