সাব রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল - দৈনিকবার্তা -সবার আগে সর্বশেষ....
Автор: DoinikBarta
Загружено: 2018-03-22
Просмотров: 7097
Описание:
আড়াইহাজার উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলের ঘুষ নেয়ার এমন একটি ভিডিও প্রকাশ পায়। ওই ভিডিওটি এখন ফেসবুকে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলের টেবিলের ওপর ফাইলের স্তূপ। প্রতিটি ফাইল স্বাক্ষর করার আগে তিনি ঘুষ নিচ্ছেন। পাশ থেকে একজন ফাইল এগিয়ে দিচ্ছেন। আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা নিয়ে ড্রয়ারে রাখছেন তিনি।
এদিকে, সাব-রেজিস্ট্রার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না এমন প্রতিবাদে গতকাল বুধবার থেকে আড়াইহাজারে দেড় শতাধিক দলিল লেখক একযোগে কর্মবিরতি পালন করে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহার চেয়ে বিক্ষোভ করেছেন। এর মধ্যে বৃহস্পতিবার সাব-রেজিস্ট্রারের ঘুষ নেয়ার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন অভিযোগ করে বলেন, আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার দুই মাস আগে বদলি হওয়ার কারণে জেলার বন্দর উপজেলার সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলকে আড়াইহাজার উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তিনি এখানে যোগ দেয়ার পর থেকেই প্রতিটি দলিলের জন্য মোটা অংকের টাকা ঘুষ দাবি করেন দলিল লেখকদের কাছ থেকে। তার দাবিকৃত ঘুষ না দিতে পারলে কারো দলিল রেজিস্ট্রি হয় না। সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আড়াইহাজার সাব-রেজিস্ট্রারি অফিসে অফিস করার কথা থাকলেও প্রায়ই অফিসে আসেন না তিনি।
দৈনিকবার্তা -সবার আগে সর্বশেষ....
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: