ঈদুল আযহা খুতবা। কুরবানীর ইতিহাস। History of Qurbani
Автор: Jaalhaq
Загружено: 2020-08-01
Просмотров: 1825
Описание:
Eid prayer Lectured (khutba) by Moulana Mohammed Nizam uddin about History of Qurbani
ঈদুল আযহা খুতবা। কুরবানীর ইতিহাস।
মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি হল, হযরত আদম আলাইহিস সালাম-এর দুই পুত্র হাবিল ও কাবিল-এর প্রদত্ত কুরবানি। পবিত্র কুরআন কারিমে বর্ণিত হয়েছে—
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِن أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللّهُ مِنَ الْمُتَّقِينَ
অর্থাৎ, আদমের দুই পূত্রের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে (যেমনটি ঘটেছিল) শুনান, যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি কবুল হল এবং অপরজনের কবুল হলনা।
(সূরা আল্-মা-ইদাহ : ২৭)
সংক্ষেপে ঘটনাটি হল, হযরত মা হাওয়া-এর গর্ভে হাবিলের সাথে ‘লিওয়া’ আর কাবিলের সাথে এক্বলিমা’ জন্মগ্রহন করেন। আর ঐ শরিয়তের বিধি অনুযায়ী 'একলিমা’ কাবিলের জন্য হারাম ছিল, তার জন্য হালাল ছিল “লিওয়া। কিন্তু এক্বলিমা’ অধিকতর সুন্দরী হওয়ায় কাবিল তাকেই বিয়ে করতে চাইল। হযরত আদম আলাইহিস সালাম নিষেধ করলে কাবিল বলল, এটা আপনার নিজস্ব অভিমত, রবের হুকুম নয়। তখন তিনি বললেন, তোমরা দুজনেই কুরবানি কর, যার কুরবানিকে আগুন এসে জালিয়ে দিয়ে যায় সেই সত্য। সুতরাং কাবিল গমের স্তুপ আর হাবিল উট কিংবা দুম্বা জবাই করে পাহাড়ের উপর রাখল। অদৃশ্য আগুন এসে হাবিলের গোশতগুলো জালিয়ে দিয়ে গেল, আর কাবিলের গমগুলো এমনি পড়ে রইল। এটা দেখে কাবিল হিংসায় জ্বলে উঠল।
এ ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি এবং কুরবানি করার পদ্ধতি।
হযরত ইবরাহিম (আঃ) এর জানের কুরবানি
আল্লাহ’র নবি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ’র দ্বিনের দাওয়াত দিতে লাগলেন। এতে নমরূদ ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত নিল যে, তাঁকে সম্পূর্ণ বিলীন করে দিতে হবে। সে অনুযায়ী নমরূদের প্রজ্জ্বলিত আকাশচুম্বী আগুনের লেলিহান শিখায় ফেলার জন্য খলিলুল্লাহকে চাক্কিতে ঘুরানো হচ্ছিল অথবা মিনজানিক দ্বারা নিক্ষেপ করার আয়োজন করছিল। কাফেররা উল্লাসে মেতে উঠল যে, আজ থেকে তাদের কথিত মাবুদদেরকে গালী দেয়ার আর কেউ থাকবে না, চিরদিনের জন্য তাঁকে ধ্বংশ করে দেয়া হবে।
দিকে আল্লাহ তা'য়ালা আগুনকে আদেশ করলেন--
یانارکوني بردا وسلاما علي ابراهيم
অর্থাৎ, হে অগ্নি! তুমি ইব্রাহিমের উপর আরামদায়ক শীতল হয়ে যাও।
(সূরা আল-আম্বিয়া : ৬৯)
আল্লাহ’র নবি খলিল আলাইহিস সালাম প্রথম এবং সবচেয়ে প্রিয় জানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন।
সে অগ্নিকুন্ডে টিকটিকি/গিরগিট ফুক দিয়েছিল
টিকটিকি মারা সাওয়াব কেন?
বুখারী শরীফের ৩০৭৫ নং হাদীস (আমারাহা বিকাতলিল আওজাগ) মহানবী (দঃ) টিকটিকি হত্যা করতে নির্দেশ দিয়েছেন।
১ বাড়িতে মারলে ১০০ নেকি, (মান কাতালা ওয়াজাগাতান, ফি আউয়্যালি দারাবাতিন ফালাহু কাজা ওয়া কাজা হাসানাতান, ওয়ামান কাতালাহা ফিত দারবাতিস ছানিয়া ফালাহু কাজা ওয়া কাজা হাসানাতান লিদুনিল উলা)
যারা আল্লাহর প্রিয়জনদের সাথে দুষমনী করে আল্লাহ দুনিয়ার সকল সৃস্টিকে তার দুষমন বানিয়ে দেন। সুবহানাল্লাহ! তাই আমাদের উচিত আল্লাহ প্রিয়জনদের সাথে মহব্বত রাখা।
হযরত ইবরাহিম শুধু নিজের জানের কুরবানিই দেননি বরং জানের চেয়ে প্রিয় সন্তানকেও কুরবানি দিতে দিধা বোধ করেননি-
হযরত ইবরাহিম (আঃ) এর প্রিয় সন্তান কুরবানি
কেমন আশ্চর্যের দৃশ্য!আল্লাহর সন্তুষ্টির জন্য পিতা কর্তৃক পূত্রকে কুরবানি!(আল্লাহু আকবার)।যখন পিতা-পুত্র উভয়েই রবের ফায়সালার উপর অবনতচিত্তে রাজী, তখন পিতা পূত্রকে উপূর করে শোয়ালেন।
কুরআনের ভাষায়- (ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন) (যখন পিতা-পূত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাঁকে জবাই করার জন্য শায়িত করলেন)।
(সূরা আস-সাফফাত : ১০৩)
ছুরি চালাবার আগে পূত্র বলল, আব্বাজান! তিনটি আবদার রক্ষা করুন—
প্রথমত, আমার হাত-পা রশি দিয়ে বেঁধে দিন, যেন নড়াচড়ার কারনে আপনার কষ্ট না হয় এবং আপনার শরীরে রক্তের ছিটা না পড়ে।
দ্বিতীয়ত, আমার চোখে কাপড় বেঁধে দিন, যেন মহাব্বতের আতিশয্যে ছুরি চালানো বন্ধ না হয়ে যায়।
তৃতীয়ত, আমার রক্ত মাখা জামাটি আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, যেন তাঁর অন্তরে একটু স্বস্তি আসে।
এদিকে পিতা পুত্রের গলায় ছুরি চালাচ্ছেন, ঐদিকে ছুরি ভোতা হয়ে গেছে। দু’বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ছুরিটি যখন পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন, তখন একটি পাথরের উপর পড়ে তা ছুরির আঘাতে দু’খন্ড হয়ে যায়। ছুরির বক্তব্য--
الخليل يأمرني بالقطع والجليل ينهاني
(আল খালিলু এয়ামুরুনি বিল কাতিঈ ওয়াল জালিলু এয়ানহানি)
অর্থাৎ, খলিল আমাকে কাটতে হুকুম করেন, আর জলিল (আল্লাহ) আমাকে নিষেধ করেন।
আবার ছুরি হাতে যখন পূত্রকে জবাই করতে প্রস্তুত হলেন, তৎক্ষনাৎ জিব্রাইল আমিন বেহেশত হতে একটি দুম্বা নিয়ে ইব্রহিম আলাইহিস সালাম-এর ছুরি ইসমাইল আলাইহিস সালাম-এর গলায় পৌঁছার আগেই হাজির হলেন এবং ইসমাইল আলাইহিস সালাম-কে সরিয়ে তদস্থলে দুম্বাটি রেখে দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। রবের পক্ষ হতে আওয়াজ আসল--
وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ
তখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম, [ সুরা সাফফাত ৩৭:১০৪ ]
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। [ সুরা সাফফাত ৩৭:১০৫ ]
إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاء الْمُبِينُ
নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। [ সুরা সাফফাত ৩৭:১০৬ ]
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু। [ সুরা সাফফাত ৩৭:১০৭ ]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: