আল্লাহর ভয়ানক আযাবের বর্ণনা Bangla Waz
Автор: Al-Huda Media (আল-হুদা মিডিয়া)
Загружено: 2023-02-24
Просмотров: 151
Описание:
আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, #আল্লাহরভয়ানকআযাবের বর্ণনা | Bangla Waz. This content name is #banglawaz . এটা একটা ইসলামিক কাহিনী ও ভূমিকম্পের ওয়াজ।
এখানে আল্লাহর ভয়ানক শাস্তি সম্পর্কে ধারণা পাবেন। আল্লাহর আযাবের বর্ণনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। This is Bangla waz. It is a #newwaz .
Its a nice islamic story. This video on Allahor Azab. Its is new waz 2023 from Al-Huda Media. Its Bangla Islamic Reminder.
This waz is on koborer Azab. This is not funny waz. It's not mojar waz. Its, Not Hasir waz. Its a Kannar Waz. মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়।
বালা-মুসবিত মানুষের কৃতকর্মই আহ্বান করে থাকে, যেমনটা পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন- ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর পরিণামে তিনি কর্মের শাস্তির স্বাদ তাদের ভোগ করাবেন, যাতে তারা
আল্লাহর দিকে ফিরে আসে’ (সূরা আর রুম : ৪১)। অন্য আয়াতে বলেন ‘আর তোমাদের কৃতকর্মের কারণই তোমাদের ওপর বিপদ নেমে আসে। অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন’ (সূরা আশ শুরা : ৩০)।আল্লাহ তায়ালা পৃথিবীতে কেন আজাব-গজব পাঠান সে সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণনা করে আমাদের সতর্ক করেছেন; কিন্তু আমরা এ বিষয়ে উদাসীন। দিনের পর দিন আমরা পবিত্র কুরআনের শিক্ষা অমান্য করেই যাচ্ছি। আমাদের এমন কার্যকলাপের ফলেই একের পর এক আজাবের মধ্যে নিপতিত হচ্ছি।
হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, জাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকিদাবর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়,
গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্য পানের আধিক্য ঘটে, পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে—তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া (গরম বাতাস), ভূমিকম্প, ভূমিধস, মানব আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আজাবের, যা একটার পর আরেকটা আসতে থাকবে, যেমন হারের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে। (তিরমিজি)
তেমনিভাবে আরো বলা হয়েছে, ব্যভিচার যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে এমন এমন রোগ দেখা দেবে, যা আগে ছিল না। যেমনটা নিকট অতীতেও করোনা মহামারী আমাদের আক্রান্ত করেছে। বলা হয়, যদি কেউ মাপে কম দেয়। তাহলে সে জাতির মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: