যে কারণে চিরকুমার ছিলেন বিশ্ববিখ্যাত শিল্পপতি রতন টাটা! Ratan Tata । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-10-10
Просмотров: 8782
Описание:
#RatanNavalTata #রতন_টাটা
ব্রিটিশ আমলে ইরান থেকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে টাটা শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি টাটা। বর্তমানে প্রায় সাড়ে ৬ লাখ কর্মী নিয়ে শিল্পগোষ্ঠীটির বার্ষিক রাজস্ব আয় ১০ হাজার কোটি ডলারের বেশি। দুই দশকের বেশি সময় ধরে এই গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন রতন টাটা। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কেমন ছিলেন ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের এই চেয়ারম্যান।
ইস্পাত থেকে শুরু করে সফটওয়্যার, উড়োজাহাজ এমনকি লবণের মতো খাতে টাটা গ্রুপের ব্যবসা রয়েছে। ১৫৫ বছরের পুরোনো টাটা শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন জামশেদজি টাটা। দুই দশকের বেশি সময় ধরে এই টাটা গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন রতন নেভাল টাটা। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ১৯৪০ সালে রতন টাটার মা-বাবার বিচ্ছেদ হয়ে গেলে দাদি লেডি নাভাজ বাইয়ের কাছেই বড় হন রতন টাটা।
ভারতে স্কুল ও কলেজ জীবন শেষে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেন রতন টাটা। যুক্তরাষ্ট্র তাঁর এতটাই ভালো লেগেছিল যে তিনি সেখানেই স্থায়ী হতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থ দাদি লেডি নাভাজ বাইয়ের ডাকে তিনি ভারতে ফেরেন। এরপর তিনি টাটা শিল্পগোষ্ঠীতে যোগদান করে ঝাড়খন্ডের জামশেদপুরে নিজেদের ইস্পাতের কারখানায় কয়েক বছর কাজ শেখেন। সত্তরের দশকের শুরুতে তিনি টাটার রেডিও, টেলিভিশন ও অন্যান্য টেক্সটাইলের দায়িত্ব পান।
১৯৯১ সালে টাটা গ্রুপের নেতৃত্ব হাতে পান রতন টাটা। এরপরেই টাটা গ্রুপ সফলতার শিখরে পৌঁছায়। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি অ্যাংলো-ডাচ ইস্পাত প্রস্তুতকারী কোম্পানি ‘কোরাস’ ও যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড রোভারের অধিগ্রহণ করে। ২০০০ সালে রতন টাটার হাত ধরেই গ্রুপটি নিয়ে আসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা কোম্পানি।
রতন টাটা ছিলেন লাইসেন্সধারী পাইলট। দানশীলতা, নম্রতা, পশুপাখি, বিশেষ করে কুকুরের প্রতি ভালোবাসা এবং ধীরস্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুখ্যাতি ছিল তার। তবে দক্ষিণ এশিয়ার এই শিল্পপতি ছিলেন চিরকুমার। যুক্তরাষ্ট্রে থাকার সময় একবার বিয়ের উদ্যোগ নিলেও কন্যার বাবার আপত্তির কারণে তা আর বিয়ের পিড়িতে বসা হয় নি।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: