চুলের যত্ন চাইনিজ মেয়েদের চাল দিয়ে গোপন রেসিপি | Rice Water for Hair growth | চাল ধোয়া পানি
Автор: Beauty & Makeup Studio
Загружено: 2024-08-09
Просмотров: 521132
Описание:
চুলের যত্ন চাইনিজ মেয়েদের চাল দিয়ে গোপন রেসিপি | Rice Water for Hair growth | চাল ধোয়া পানি
#trending
#haircare
#hair
#hairgrowth
#fasthairgrowthreme
#beauty
#chul
#পানি
#চাল_ধোয়া_পানি
#challenge
#চুল
#remedy
#reels
#remedies
চুলের যত্ন নিতে নানা হেয়ার প্রোডাক্টই আপনি ব্যবহার করে থাকেন। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরামের পাশাপাশি অন্যান্য হেয়ার প্রোডাক্টও ব্যবহার হয়। পার্লরে গিয়ে নিয়মিত স্পা করান নিশ্চয়ই। এভাবে আপনি চুলের যত্ন নিতেই পারেন। কিন্তু প্রাকৃতিক উপাদানের সাহায্যেও চুলের যত্ন নেওয়া সম্ভব। রাইস ওয়াটার বা চাল ধোয়া জল আপনি চুলের যত্নে ব্যবহার করতে পারেন। এই রাইস ওয়াটার চুলের জন্য এতটাই ভালো যে, চুলের নানা সমস্যা সমাধানে সাহায্য করে।চালের জলে প্রচুর উপকারী উপাদান রয়েছে। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট। যা আপনার চুলের জন্য ভালো। এছাড়াও এতে আছে ভিটামিন বি, সি এবং ই। যা চুলের বৃদ্ধিতে সাহায্য় করে।
চুল মজবুত করে ও ঘন করে। এতে আছে অ্যামিনো অ্যাসিড। যার সাহায্যে চুল লম্বা হতে খুব বেশি সময় লাগে না। সপ্তাহে ২-৩বার ব্যবহার করলে ফল পাবেন আপনি।
অনেকেই লম্বা চুলের স্বপ্ন দেখেন। কিন্তু তাঁদের চুল একটা সময়ের পর যেন আর বাড়তেই চায় না। তাঁরা নিয়মিত চালের জলে চুল ধুয়ে দেখুন। এতে আছে অ্যামিনো অ্যাসিড। যার সাহায্যে চুল লম্বা হতে খুব বেশি সময় লাগে না। এছাড়াও এতে আছে ভিটামিন বি, সি এবং ই।
যা চুলের বৃদ্ধিতে সাহায্য় করে। চুল মজবুত করে ও ঘন করে। দ্রুত চুল লম্বা হয়। নতুন চুল গজাতেও সাহায্য করে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: