ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

মৃণালের পত্র-দেবব্রত সিংহ।আবৃত্তি-রোদ্বিয়া সুলতানা। Mrinaler Potro- Debobrato Singho.Recited-Rodwia

Автор: Rodwia Sultana

Загружено: 2021-05-30

Просмотров: 187

Описание: সেই ছুটুবেলাতে আমাদের পাহাড় কোলের জোড়ে

লদী পেরাতে যাইয়ে

এক আষাঢ় মাসের হড়কা বানে

আমি আর আমার ভাই

ভাস্যে গেছলম বানের তোড়ে

ভাইটি গেল ডুবে আমি উঠলম বাঁচে

পাড়ার লোকে বললেক

বিটিছেল্যার জীবন

যদি বেটাছেল্যা হতক

তাহলে কি বাঁচতক।


আমার মরণ নাই

সেই কথাটাই আজ তুমাকে লতুন করে বলতে চাই

বেশিদিনের কথা লয়

আমাদে বাঘমুণ্ডির পাহাড়ী পথে জিবগাড়ি ছুটাই

লাল ধুলা উড়াই

যিদিন আল্যে তুমরা

পাহাড়কোলে জোড়ের ধারে চড়ুভাতি করতে আল্যে

সিদিনটা মনে আছে তুমার

দিনটা ছিল খরবার

মাসটা ছিল মধুমাস

টাঁড়ে টাঁড়ে ডাঙা ডহরে

পলাশবনে আগুন লাগা মধুমাস।


আমার মরণ নাই

তুমি বলেছিলে তুমার সঙ্গে দেখা হবেক বলে

মরণ নাই আমার

তুমি রাজপুত্তুর

কত লেখাপড়া জানা মানুষ তুমি

বি এ, এম এ পাশ

হাই ইসকুলের মাস্টার

আমি

আমি কাঠকুড়ানি

রাঙামাটির গাঁয়ে ঘরের ইসকুলছুট কাঠকুড়ানি

কী সুন্দর গায়ের রং তুমার

একবারি চাঁপা ফুলের পারা

আমি

আমি একবারি কালো

আঁকড় ফলের পারা মিশমিশে কালো

তবে সবাই বলে কালো হলে হবে কী

আমার গড়ন খুউব ভালো

টানা টানা চোখ বাঁশির মতন নাক

ছিপছিপে চেহারা

বাঘমুণ্ডির হাটের হলুদরাঙা শাড়ি পরে দাঁড়ালে

খোঁপায় লাল পলাশের ফুল গুঁজলে

আমাকে নকি দেখায় দারুণ

একবারি মনভুলানি

একবারি মনকাড়ানি।


বাপ আমার বাবু ঘরে মুনিষখাটা খেতমজুর

এমনিতে তার সব ভালো

শুধু দোষের মধ্যে দোষ

সে একজনা নেশাভাঙ করা মানুষ

দিন ফুরালে সনঝা হল্যেই

তাকে হাতছানি দেয় মহুয়াতলার মদ ভাঁটি

ঘরদুয়ার, ছেল্যাপেলা, লেখাপড়া

বাপের কনদিকে লজর নাই

তখন বহুত ছুটুবেলা

তখন থাকেই দেখতম

বাপ আমাকে বিদায় করলেই বাঁচে

একদম হাঁফ ছাড়ে বাঁচে

মা কিন্তুক তা লয়

মা বলতক আত ছুটুতে বিহা কীসের

আর পাঁচটা বিটিছেলা যেরম যাচ্ছে ইসকুলে

তেমনি যাকদুপাতা লেখাপড়া করে আসুক

সেই করে টানেটুনে কোনোমতনে গাঁয়ের ইসকুলে ওই নাইন টুকুন

ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই

বাপ একদিন হুট করে লাগাই দিলেক বিহা

তখন কী আর জানথম অত

পুরুল্যার খোট্টা পাড়ার জানকি যাদবের কাছে

আগাম টাকা লিইছে বাপ

আমি দাঁড়াইছিলম রুখে

সেই রুখে দাঁড়ানর জোরে

বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিইছিলম সব

কাগজআওলা টিভিআওলারা কুথায় থাকে কেজানে

তারা আমাকে লিয়ে একঘড়িকে দুনিয়া দিলেক খবর করে

সে খবর ত দেখেছিলে তুমি

মিছা নাই বলব এতসব জানে শুনে

তুমি আমাকে বিহা করেছিলে বলে

গাঁয়ের লোকে দেবতা বলেছিল তুমাকে

মনে আছে আমার সব


তুমি বলেছিলে লতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে

কাজের চাপে সে আর তুমার হল্য কই

ক্লাব, বস্তিবাসী, গরিব দুখী

রক্তদান জীবনদান,

তুমার কত কাজ।

একেক দিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত

একেক দিন কাজের টানে ঘরের কথা মনে পড়ত না

এমনি করে দেখতে দেখতে

ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বাড়েবড়লোকদের

কতরকমের হুজুগ,

গরিবঘরের বিহা ভাঙে যাওয়া

কালো মেইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ

সে আমি জানব কীরম করে,

দেখলম হজুগটা একটুন কাটতে না কাটতেই

তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে,

কালো রং ফরসা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম

সব একের পর এক আনতে লাগলে তুমি

তার সঙ্গে আবার পালা করে শুনাতে লাগলে খবর

কাগজের সব মনখারাপ করা খবর

‘গায়ের রং কালো বলে বউকে খুন করল বর’।

‘গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়ে’

তুমি বলতে

এসব খবর জানা দরকার তুমার

নাইলে দেশটা যাচ্ছে কোনদিকে সে তুমি পারবে না বুঝতে’,

আমি বলেছিলম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই।


তারপর একদিন জষ্টিমাসের বেলা পড়তি অবেলায়

তুমি বললে, হাওয়া খেতে যাব

চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে

কথা শুনে তুমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে

তাই দেখে তুমি বললে ‘না না মিথ্যে নয় সত্যি বলছি’।

 
সেই কতদিন আগে লতুন বউ হইয়ে আসার পরে

শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন

পূজা দিয়ে আইছিলম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে

তুমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে

বেলা পড়তে অবেলায়

তুমি চাইছিলে নিরিবিলি

আরও নিরিবিলি

সে বহুতদূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে

আমার দম আসছিল আটকে

তুমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার

বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ধুমে

তুমার তখন ‘রা’ সরে নাই মুখে।

 
আমি কাঠকুড়ানি

রাঙামাটির গাঁ গেরামের ইসকুল ছুট কাঠকুড়ানি

আমি কী আর বুঝতে পারি

তুমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি

আমার জায়গায় থাকত যদি অন্য কেউ

সেও কি পারত বুঝতে

ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে

একঘড়িকে লদীর জলে ফেলতে পারে ঠেলে

বলো না এটা বুঝবে কীরকম করে।

কত কী যে বুঝার আছে এই দুনিয়ায়

এই যে তুমি বি এ এম এ পাশ দিয়ে

হাই ইসকুলের মাস্টার

তুমিও কি পারেছিলে বুঝতে

যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে

সে দিব্যি সাঁতার কাটে উথালপাতাল ঢেউয়ের তালে

পার হইয়ে যাবে লদী

পারঅ নাই বুঝতে

একদম পারঅ নাই

তাই তখুনি পাড় ছাড়ে পালাইছিলে দৌড়ে

কী অদ্ভুত মানুষ তুমি

তুমাকে বসাইছিলাম দেবতার আসনে

বলঅ আজ কুথায় বসাব তুমায়।

 
দ্যাখঅ মানুষে মানুষে কী তফাত দ্যাখঅ

তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে

আমাকে ঠেলে ফেলে দিলে লদীর জলে

আরেকজন কত দূরের মানুষ হইয়ে লদীতে ঝাঁপ দিয়ে

সাঁতার কাটে দু হাত দিলে বাড়ায়ে

মানুষটা দেহাতি মানুষ

নাম শিউচরণ

পেশায় ইট ভাটার বদলি মজদুর

না তুমার মতন পড়াশুনা করা মাস্টার লয়

লেখাপড়ায় সে বিলকুল আনপড়।

 
তুমি ভাবছ নালিশ করব তুমার নামে

না নালিশ আমি করব না

কী হবেক নালিশ করে

এই পোড়া দেশটার সবই ত তুমাদে দখলে

নেতা,মন্ত্রী,থানা,কোর্ট,কাছারি সব

সিখেনে গাঁ গেরামের গরিব ঘরের মেইয়াদের

কতটুকুনি আর জায়গা আছে বলঅ

তবে আখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ

আখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ

সেই মানুষকে সাক্ষী রাখে এক বড়মানুষের বহুতকালের কথা

আজ আবার লতুন করে বলি তুমাকে

শুনঅ,

 ‘সংসারের মাঝখানে মেয়েমানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই।

তোমরা যে আপন ইচ্ছামত আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে

দেবে, তোমাদের পা এত লম্বা নয়।

 
ইতি

মৃণাল

তোমাদের চরণতলাশ্রয়ছিন্ন

এ যুগের মৃণাল।

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
মৃণালের পত্র-দেবব্রত সিংহ।আবৃত্তি-রোদ্বিয়া সুলতানা। Mrinaler Potro- Debobrato Singho.Recited-Rodwia

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]