19 February 2023
Автор: Alorkantho 24 news
Загружено: 2023-02-19
Просмотров: 5
Описание:
চট্টগ্রামে নতুন কেন্দ্রীয় শহীদ মিনারের পুরোপুরি প্রস্তুত হতে আরও সময় লাগবে
সরজমিন ঘুরে দেখা
এবারও ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান মিউনিসিপ্যাল স্কুলের অস্থায়ী শহীদ মিনারে হবে বলে জানান।বেদি ও স্তম্ভের কাজ শেষ হলেও চট্টগ্রামে নতুন কেন্দ্রীয় শহীদ মিনারের পুরোপুরি প্রস্তুত হতে আরও সময় লাগবে; যে কারণে আসছে ২১ ফেব্রুয়ারি পালনে এবারও আগের বিকল্প স্থানে যেতে হচ্ছে।আজ ঘুরে দেখা এতদিনে মূল বেদি ও স্তম্ভ নির্মাণের কাজ শেষ হয়েছে। বেদির নিচের অংশে গ্রানাইট বসানোর কাজ চলছে। বাকি আছে রঙ করা ও আনুষঙ্গিক কিছু কাজ শেষ হতে সময় লাগবে।“কাজের গতি দেখে নেই পিছনের দেয়ালে যে ম্যুরাল করা হয়নি সেটা মার্চেও শেষ হবে না।”
২৩২ কোটি টাকার এ প্রকল্পের কাজ ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল। প্রকল্পের অধীনে মুসলিম ইনস্টিটিউট হল ও পাবলিক লাইব্রেরি অংশের পুরনো স্থাপনা ভেঙে ১৫ তলা গণগ্রন্থাগার ও ৮তলা মিলনায়তন ভবনের নির্মাণ কাজ চলছে।প্রকল্পের আওতায় ২৫০ জন ধারণক্ষমতার একটি উন্মুক্ত গ্যালারিসহ মুক্তমঞ্চ হচ্ছে। মাঝের অংশে আগের মতোই শহীদ মিনার রাখা হয়েছে।
১৯৬২ সালে নগরীর কেসি দে রোডে পাহাড়ের পাদদেশে চট্টগ্রাম নগরীর প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। পরে ১৯৭৪ সালে এটি বর্তমান রূপ লাভ করে।
চট্টগ্রামে কোনো স্মৃতিসৌধ না থাকায় একুশে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর, ২৬ মার্চসহ জাতীয় দিবসগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই শহীদ মিনারেই আসেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: