গৃহ। পর্ব ১। রোকেয়া সাখাওয়াত হোসেন। সাহিত্য পাঠ। একাদশ-দ্বাদশ শ্রেণি। আলিম। Alim। HSC। Forhad TBT 91
Автор: Forhad TBT 91
Загружено: 2022-09-24
Просмотров: 242
Описание:
#গৃহhsc grihohsc #grihopart1 #গৃহপর্ব১
আজকে "গৃহ" গল্পটির প্রথম পর্ব উপস্থাপন করলাম সকল ছাত্রদের জন্য। পাঠটির এ পর্বটিতে আনকমন কিছু তথ্য রয়েছে, যা অন্য শিক্ষকদের কাছে পাওয়া যায় না। এজন্যই সাথে থাকবেন।
প্রচলিত সমাজব্যবস্থায় সাধারণত বলা হয়ে থাকে, নারীর জন্য বরাদ্দ 'ঘর', আর পুরুষের জন্য আছে 'বাহির'। অর্থাৎ পুরুষ সম্পৃক্ত থাকবে বাইরের জীবন ও জগতের সঙ্গে। অন্য দিকে, গার্হস্থ ও পারিবারিক জীবনে সীমাবদ্ধ থাকবে নারী। এ ধরনের দৃষ্টিভঙ্গি সমাজে পুরুষের আধিপত্যকে প্রতিষ্ঠিত করে; নারীকে করে তোলে ঘরের সামগ্রী। কিন্তু নারীর সত্যিই কোনো ঘর বা গৃহ আছে কিনা- এ নিয়েই তৈরি হতে পারে প্রশ্ন; রোকেয়া সাখাওয়াত হোসেন এ প্রশ্নটিই তুলেছেন 'গৃহ' প্রবন্ধে। ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতাসূত্রে তিনি দেখিয়েছেন পুরুষের আধিপত্য ও প্রতিপত্তির কাছে নারীর ঘরও বিপন্ন, ঘর বলে প্রকৃতপক্ষে কিছু নেই। নারীর অর্থ, সম্পদ, সম্পত্তি ও জীবন-যাপন-- প্রায় সব কিছুর ওপর প্রভাব বিস্তার করেছে পুরুষ। পারিবারিকভাবে প্রাপ্ত সম্পদ ও সম্পত্তিও দখল করে নিয়েছে পুরুষ। পুরুষদের দখলে পুরো সমাজ। এ সত্যটা প্রবন্ধে ফুটে উঠেছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: