যদি কোন সন্তানের উপর বাবা-মার রাগ থাকে আঃকাদের জিলানীও যদি দোয়া করে তাউ কোন লাভ হবে না
Автор: ISLAMIC VISION
Загружено: 2025-05-28
Просмотров: 39
Описание:
যদি কোন সন্তানের উপর বাবা-মার রাগ থাকে আঃকাদের জিলানীও যদি দোয়া করে তাউ কোন লাভ হবে না।
ইসলামে পিতামাতার প্রতি সদ্ব্যবহার ও শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদীসে পিতামাতার প্রতি সদাচরণকে আল্লাহর সন্তুষ্টির সাথে সংযুক্ত করা হয়েছে
তোমার প্রতিপালক আদেশ করেছেন যে, তোমরা কেবল তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে
পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি
আব্দুল কাদের জিলানী (রহ.) ইসলামের একজন মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তাঁর দোয়া ও আধ্যাত্মিক মর্যাদা মুসলিম সমাজে অত্যন্ত সম্মানিত। তবে, ইসলামী শিক্ষায় পিতামাতার অধিকার এতটাই গুরুত্বপূর্ণ যে, যদি কোনো সন্তান তাদের অসন্তুষ্ট করে, তাহলে এমনকি একজন ওলির দোয়াও তার জন্য উপকার নাও করতে পারে।
সন্তুষ্টি অর্জন করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অসন্তুষ্টি থাকলে, অন্যদের দোয়া বা সুপারিশও সন্তানের জন্য উপকার নাও করতে পারে। তাই, সন্তানের উচিত পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা এবং তাদের দোয়া ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: