১০০ খুন করেও জান্নাতি এক যুবকের গল্প
Автор: Kafela
Загружено: 2025-07-03
Просмотров: 2
Описание:
#Islam #Quran #Hadith #Muslim #IslamicReminder #IslamicShorts #Dua #Ramadan #Seerah #islamicmotivation
১০০ খুন করেও জান্নাতি এক যুবকের গল্প
আসসালামুয়ালাইকুম, কাফেলা চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য নিয়েই সাজানো আমাদের ভিডিও। আমাদের আজকের ভিডিও তে আমরা জানবো ১০০ জন মানুষ হত্যাকারী যুবক তওবার নিয়ত করায় যে আশ্চর্য ঘটনা ঘটলো।
তওবা করা একটি ইবাদত। কখনো গুরুতর পাপ করে ফেললে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহ তাআলা কাউকে নিরাশ হতে নিষেধ করেছেন। কারও পাপের বোঝা যতই ভারি হোক না কেন তার উচিত তওবার পথে হাঁটা।
হজরত আবু সাঈদ আল খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, তোমাদের পূর্বে বনি ইসরাইলের যুগে একটি লোক ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তারপর লোকেদেরকে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জানতে চাইলো। তাকে একজন খ্রিষ্টান পাদ্রির কথা বলা হল।
সে ওই পাদ্রির কাছে এসে জানালো, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। এখন কি তার তওবার কোনো সুযোগ আছে কি না। পাদ্রি জানালো, না, নেই। সুতরাং সে রাগান্বিত হয়ে তাকেও হত্যা করে হত্যার সংখ্যা একশত পূরণ করল। পুনরায় সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞেস করল। এবারও তাকে এক জ্ঞানীর খোঁজ দেয়া হল।
সে ওই জ্ঞানী ব্যক্তির নিকট এসে জানালো যে, সে একশত মানুষ হত্যা করেছে। সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে?’ জ্ঞানী ব্যক্তি বললো, ‘হ্যাঁ আছে তো। তোমার ও তওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে? তুমি অমুক স্থানে চলে যাও। সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে। তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত কর। আর তোমার নিজ আবাসস্থলে ফিরে যেও না। কেননা, ও স্থান পাপের স্থান।
ওই ব্যক্তি সে স্থানের দিকে যেতে আরম্ভ করল। যখন সে মধ্য রাস্তায় পৌঁছল, তখন তার মৃত্যু এসে গেল। তার দেহ থেকে আত্মা বের করার জন্য রহমত ও আজাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে তর্ক-বিতর্ক আরম্ভ হল। রহমতের ফেরেশতাগণ বললেন, ‘এই ব্যক্তি তওবা করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে।’
আর আজাবের ফেরেশতাগণ বললেন, ‘এ লোক এখনো ভালো কাজ করেনি এই জন্য সে শাস্তির উপযুক্ত।’ এমতাবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতাগণ তাকে সালিশ মানলেন। তিনি ফায়সালা দিলেন যে, ‘তোমরা দুই স্থানের দূরত্ব মেপে দেখ। (অর্থাৎ এ লোক যে স্থান থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব) এই দুই স্থানের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে, সে তারই অন্তর্ভুক্ত হবে।’ অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করেছিল, সেই (ভালো) স্থানকে বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার জান কবজ করলেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: