এত অসহ্য গরমে দেশ-জাতির নিরাপত্তার স্বার্থে । যারা নিরলসভাবে বাংলাদেশের মানুষদের সেবা দিয়ে যাচ্ছে।
Автор: Hacking Mama
Загружено: 2022-11-04
Просмотров: 4492
Описание:
মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে কবুল করে । কার কার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী। 🥰🥀🥀🇧🇩⚔️🇧🇩⚔️⚔️
⚔️⚔️** যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হবেন তাদের জন্য কিছু পরামর্শঃ
১। আগে ভালো করে নিজের মেডিকেল চেকআপ করে নিশ্চিত হউন,যদি কোন সমস্যা বের হয় তাহলে ভালো পরামর্শ মেনে ও ডাক্তারের কাছে গিয়ে ঠিক করে নিন।
২। লিখিত পরীক্ষার জন্য ভালো ভাবে ক্লাস ১০ম শ্রেণির বাংলা,ইংরেজ,গণিত,সাধারণ জ্ঞান ও আইকিউ প্রস্তুতি নিন।লিখিত পরীক্ষায় সব বিষয়ে পাশ মার্ক পেলেই আপনি পাশ করবেন।
৩। মৌখিক পরীক্ষার জন্য নিজের সাহস বাড়ান সেই সাথে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে ভাইভার প্রাকটিস করেন তাহলে আপনার নিজের জড়তা গুলো দূর হবে পাশাপাশি নিজের ভয় ও লজ্জা চলে যাবে।
৪। শারীরিক পরীক্ষার জন্য এখন থেকেই প্রতিদিন দৌড় পুশআপ সিটআপ ইত্যাদি অনুশীলন গুলো করতে থাকেন।
৫।নিজের স্মার্টনেস বাড়ান এবং সৎ সাহসী ও দেশপ্রেমিক গুনে নিজেকে গুণান্বিত করে গড়ে তুলেন।
৬। পাশাপাশি নিজেকে ভালোভাবে একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে চাইলে ভালো কোন ডিফেন্স কোচিং প্রতিষ্ঠানে প্রস্তুতি নিতে পারেন।
৭। সবশেষে সামরিক বাহিনীতে চাকুরির জন্য অসৎ কোন পথ অনুসরণ করা যাবে না। কারন সামরিক বাহিনীর কর্মকর্তারা অনেক সৎ ও নিষ্ঠাবান হয়ে থাকেন।
ধন্যবাদ সবাইকে
আশা করি পরামর্শ গুলো সবার ভালো লাগবে।
✅ আমরা মনে করি দেশের এবং আন্তর্জাতিক সামরিক আপডেট ও সংবাদ তথা সামরিক সম্পর্কিত সঠিক জ্ঞ্যান প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। সামরিক সম্পর্কে যেন কারো ভূল ধারণা না থাকে, সেই উদ্দেশ্যেই আমাদের অগ্রযাত্রা অর্থাৎ অনুমোদন যোগ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমাদের পেইজ/চ্যানেলের ভিডিও থেকে সবাই যেন সামরিক জ্ঞান অর্জন করতে পারে, আর সেটাই আমাদের প্রত্যাশা। আমরা কখনোই এমন কোন তথ্যচিত্র তুলে ধরবোনা, যা থেকে সামরিক বাহিনীর কোন গোপনীয়তা রক্ষায় নূন্যতমও প্রতিবন্ধকতা দেখা দেয়/ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। এমনকি সশস্ত্র বাহিনী/কর্তৃপক্ষ তথা সরকারী যেকোন আদেশে এই পেইজ/চ্যানেল বন্ধ করে দেয়ার শতভাগ মানষিকতাও রাখি। সাধারণত আমরা সামরিক বাহিনী তথা সরকারি এবং আন্তর্জাতিক মন্ডলের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিক্তিতেই বিভিন্ন ভিডিও প্রকাশ করে থাকি, যা একদিকে সর্ব সাধারণের মৌলিক জ্ঞ্যান বৃদ্ধি এবং অন্যদিকে সামরিক/বিবিধ চাকুরীতে যোগদানের ক্ষেত্রে, বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।#Chief_of_BD_Army #bd sena#army treding
#amry fayaring #army new news
#bangladesh army training
#bangladesh army equipment #bangladesh army parade
#bangladesh army job
#bangladesh army song #join bangladesh army #bangladesh army general bd army #bangladesh army news #bangladesh army paracommando #বাংলাদেশ সেনাবাহিনী
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: