অক্ষর। স্বরান্ত ও ব্যঞ্জনান্ত। কার ও নিলীন বর্ণ কী?পূর্ণ ও অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ।
Автор: MUKTANGAN (মুক্তাঙ্গন)
Загружено: 2022-05-29
Просмотров: 6271
Описание:
MUKTANGAN (মুক্তাঙ্গন) চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা হলো অক্ষর কাকে বলে। এই অক্ষরের সাথে সাথে আপনি শিখতে পারবেন অক্ষর কয় প্রকার ও কি কি, স্বরান্ত ও ব্যঞ্জনান্ত অক্ষর , মুক্তদল ও রুদ্ধদল কাকে বলে । শুধু তাই নয়, আর জানবেন কার কী?নিলীন বর্ণ কোনটি এবং বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কোনগুলি এবং সেগুলি মনে রাখার সহজ পদ্ধতি, আর এর সাথে জানবেন, হসন্ত বা হলন্ত অক্ষর। এই এতকিছু আপনি শিখবেন খুব সহজে শুধু মাত্র এই ভিডিওটিতে।
এই ভিডিওর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম উচ্চারণের কাল ও পরিমাপ অনুসারে স্বরধ্বনির শ্রেণিবিভাগ, প্লুতস্বর আর স্বরধ্বনির উচ্চারণস্থান ও সেই অনুযায়ী স্বরের নাম এই সকল বিষয়। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তবে
অবশ্যই নিচে দেওয়া লিংকে গিয়ে এখুনি দেখে নিন।
• উচ্চারণের পরিমাপ অনুযায়ী স্বরধ্বনির শ্রেণি...
আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ আপনাদের সকলকে এই চ্যানেলকে এত ভালোবাসা ও সাপোর্ট করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
# / @smukta
#মুক্তদল
#রুদ্ধদল
#কারওনিলীনবর্ণ
#পূর্ণমাত্রাঅর্ধমাত্রাওমাত্রাহীনবর্ণ
#MUKTANGAN(মুক্তাঙ্গন)
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: