থানচি টু রেমাক্রি | Thanchi to Remakri || RemakriTour || থানচি বান্দরবন ।। থানচি বাজার টু রেমাক্রি
Автор: Move With Imran
Загружено: 2022-04-19
Просмотров: 726
Описание:
থানচি টু রেমাক্রি | Thanchi to Remakri || RemakriTour || থানচি বান্দরবন ।। থানচি বাজার টু রেমাক্রি
👉এই ভিডিওতে আমাদের বান্দরবন ট্যুরের অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে। থানচি থেকে রেমাক্রি বাজারের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, ইঞ্জিনচালিত নৌকায় সময় লাগে আড়াই ঘণ্টা। বাজারের দক্ষিণ পাশে রেমাক্রি জলপ্রপাত।
👉থানচি পৌছেই আপনার প্রথম কাজ হচ্ছে একজন গাইড ঠিক করা। গাইড ছাড়া নাফাকুম যেতে পারবেন না। গাইড ভাড়া আসা যাওয়া ১৫০০-২০০০/- একদিনের জন্য( থাকা,খাওয়া,যাওয়া আপনার) বেশি দিন হলে দড়দাম করে নিবেন। আমি নিচে গাইডের নাম এবং নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে অগ্রিম ঠিক করে রাখতে পারেন।
👉থানচি গাইড- রায় হাবাদুর 01575-655248/01889864727
গাইড ঠিক করার পর আপনাকে থানচি বিজিবি ক্যাম্প/থানা থেকে অনুমতি নিতে হবে। সকল ভ্রমণকারী সদস্যদের নাম,ঠিকানা,ফোন নাম্বার, কোথায় যাবে, কয়দিন থাকবে, এইসব তথ্য কাগজে লিখে জমা দিতে হয়। আর মনে রাখবেন বিকাল ৩টার পর থানচি থেকে রেমাক্রি যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তাই সেই দিন রেমাক্রি যেতে চাইলে আপনাকে অবশ্যই ২টার মধ্য থানচি থাকতে হবে। তা না হলে আপনাকে সেই দিন থানচি থেকে যেতে হবে। অনুমতি পাওয়ার পর থানচি ঘাট থেকে ছোট ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে। এক নৌকায় ৫জন যেতে পারবেন। রেমাক্রি পর্যন্ত নৌকা রিজার্ভ যাওয়া আসা সহ ভাড়া ৪০০০-৫০০০ টাকা ( কম বেশি হতে পারে) যেতে সময় লাগবে ২ঘন্টা-২:৩০ ঘন্টা। সাঙ্গুতে পানি কম থাকলে কিছু পথ হেটে যেতে হতে পারে তখন সময় বেশি লাগবে। রেমাক্রি যেতে পথে পরবে পদ্মমুখ, ভূ-স্বর্গ খ্যাত তিন্দু, রাজাপাথর বড় পাথর এলাকা
ধন্যবাদ।
👉Follow Facebook page: facebook.com/movewithimran
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: