সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে এক বছর ধরে ধর্ষণ, অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে
Автор: CRIME BRANCH ক্রাইম ব্রাঞ্চ
Загружено: 2019-06-13
Просмотров: 53
Описание:
অক্ষয় মিশ্র । পুরুলিয়া । ক্রাইম ব্রাঞ্চ ।
সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে প্রায় এক বছর ধরে ধর্ষণ ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে l অভিযুক্ত ওই স্কুল শিক্ষকের নাম বঙ্কিম সিংহ (৫২) l তার বাড়ি ধাদকি গ্রামেই l অভিযুক্ত বদড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক l ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুঞ্চা থানার পুলিশ l আজকে তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় l
প্রসঙ্গত, পুরুলিয়া জেলার পাড়া থানার মালঞ্চডি গ্রামের বাসিন্দা পেশায় লরি চালক নারায়ণ দের ১৩ বছর বয়সী মেয়ে পড়াশুনার জন্য মামার বাড়ি পুঞ্চা থানার ধাদকি গ্রামের থাকতো l সে ওই এলাকারই বাগদা শঙ্করাচার্য মিশনে সপ্তম শ্রেণীতে পড়াশুনা করে l সে বিগত ২ বছর ধরে ধাদকি গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক বঙ্কিম সিংয়ের বাড়িতে টিউশন পড়তে যেত l কিন্তু অভিযোগ বিগত প্রায় এক বছর ধরে ওই শিক্ষক ভয় দেখিয়ে ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও শ্লীলতাহানি করে l ভয়ে এতদিন ওই ছাত্রী বাড়িতে জানাতে পারেনি l কিন্তু বিগত ১৭ মে ওই ছাত্রীর সহপাঠীরা মেয়ের বাড়িতে বিষয়টি জানায় l তবুও ছাত্রীর পরিবার লোকলজ্জ্যার ভয়ে বিষয়টি চেপে যায় l কিন্তু গতকাল অর্থাৎ বুধবার বিষয়টি ছড়িয়ে যায় গোটা পাড়ায় l তাই ওই ছাত্রীর পরিবার গতকাল সন্ধ্যায় ওই স্কুল শিক্ষকের নামে পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করে l এই অভিযোগের ভিত্তিতে পুঞ্চা থানার পুলিশ অভিযুক্ত বঙ্কিম সিংকে গ্রেফতার করে l আর আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় l অন্যদিকে মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয় পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে l
নাবালিকা স্কুল ছাত্রী এবং তার বাবার দাবি, এ ধরণের ঘটনার যাতে পুনোরানবৃত্তি না হয় তার জন্য অভিযুক্ত স্কুল শিক্ষককে যেন কঠোর সাজা দেওয়া হয় l
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: