Pond Shol fish । পুকুরের ষোল মাছ । Shol fish cutting system । ষোল মাছ কাটার পদ্ধতি । Strong fish ।
Автор: parijat mondal
Загружено: 2020-03-29
Просмотров: 157
Описание:
2020 সালের 29 শে মার্চ পশ্চিমবঙ্গে লকডাউন চলার জন্য আমি বাড়িতেই ছিলাম। বাড়িতে বসে করার মতো কোনো কাজ ছিল না। তাই সময় কাটানোর উদ্দেশ্যে আমি বাড়ির পুকুরে মাছ ধরতে যাই। প্রথমে ছোট ছোট কয়েকটা পুটি মাছ ধরি। তারপর সেই পুটি মাছ দিয়ে শোল মাছ ধরার ছিপ ফেলে রেখে আসি। ঘন্টাখানেক পর আমি আবার পুকুরে যাই দেখার উদ্দেশ্যে যে কোন মাছ আমার চিপ এর বরশিতে আটকে আছে কিনা। প্রথমে একটা ছিপ তুলি দেখি কিছুই বাধেনি পুঁটি মাছটা খেয়ে চলে গেছে। তারপরে ছিপটা তুলতেই একটা টান অনুভব হয়। আমি তাড়াতাড়ি করে ছিপটা উপরে তুলে নিয়ে আসি । একটা মাঝারি সাইজের শোল মাছ তাতে ধরা পড়ে। সেই শোল মাছ কাটার পদ্ধতি আমি আপনাদের সামনে আনার চেষ্টা করেছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: