তালেবান কারা? তালেবানের ইতিহাস, এত শক্তি কোথায় পাচ্ছে? ফের কি ক্ষমতায় ফিরছে তালেবান?
Автор: GNEWS World
Загружено: 2021-06-27
Просмотров: 19285
Описание:
#তালেবান সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি। তালেবানদের ভাষ্য, তারা আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা দেশটির সরকার ও আমেরিকান সেনাদের বিরুদ্ধে ২০ বছর ধরে যুদ্ধ করছে। বর্তমানে তালেবানরা আরো বেশি শক্তিশালী হচ্ছে। দিনে দিনে আরও কৌশলী হচ্ছে এবং তাদের কার্যক্রম বাড়াচ্ছে।
বর্তমানে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেয়া হচ্ছে। বাইডেন সরকার ক্ষমতায় আসার পরেই ঘোষণা দেন, এখন যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। বাইডেন চান ২০২১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখের মধ্যেই তাদের সকল কর্যক্রম বন্ধ করতে। অপরপক্ষে তালেবানরাও দিনে দিনে তাদের শক্তি বাড়াচ্ছে।
এখন সবার মনেই প্রশ্ন জাগছে- তালেবান মূলত কারা? তাদের উৎপত্তি কিভাবে? তারা এত শক্তি কোথায় পাচ্ছে?
বর্তমানে নতুন আরেকটি প্রশ্ন যুক্ত হয়েছে। আমেরিকান সেনারা ফিরে গেলে আবারও কি আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠিত হবে?
প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর সাথে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করুন।
এই ভিডিও'র আলোচ্যবিষয়-
তালেবান কী?
তালেবানের ইতিহাস কী?
তালেবানের সামরিক শক্তি
তালেবান মুজাহিদ
তালেবানদের বর্তমান অবস্থা
তালেবানের আজকের খবর
যদি তালেবান সম্পর্কে জানতে চাই- তাহলে জানতে হবে ১৯৮০ সালের আফগানিস্তান সম্পর্কে... তখন কী হয়েছিল আফগানিস্তানে?
আফগানের গেরিলা যোদ্ধারা সোভিয়েত শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ৯ বছর এ যুদ্ধ স্থায়ী হয়। যদিও এ যুদ্ধের অর্থ ও অস্ত্র দেয় আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ।
১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন কিছুটা নড়বড়ে হয়ে পড়ে। এরপর কয়েকবছর সবাই শান্তই ছিল।
কিন্তু ১৯৯২ সালে ক্ষমতার জন্য সম্প্রদায়ের নেতারা সোভিয়েত ইউনিয়নে গৃহযুদ্ধ বাধিয়ে দেয়। এর ২ বছর পরেই তালেবান নামে একটি সংগঠনের নাম আলোচনায় আসে। আফগানিস্তান-পাকিস্তান বর্ডার পেরিয়ে যারা ধর্মীয় স্কুলে লেখাপড়া করতো- তাদেরকে এবং গেরিলা যোদ্ধাদের নিয়ে গঠন করা হয় তালেবান নামে এ সংগঠন।
এরপরই তারা আফগানিস্তান নিয়ে তাদের পরিকল্পনা প্রকাশ করেন। পরিকল্পনায় বলা হয় তারা কাবুল দখল করবেন এবং ইসলামী রাষ্ট্র গঠন করবেন।
তালেবান যখন প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানে কোনো আইনের শাসন ছিল না। মানুষ খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। তখনই তালেবানদের কার্যক্রম শুরু হয়। তালেবানরা কান্দাহার থেকে শুরু করে শহর থেকে শহরে প্রচারণা চালান যে, শহরগুলোতে তারা নিরাপত্তা ফিরিয়ে আনবেন।
১৯৯৬ সালে তালেবানরা রাজধানী দখল করে এবং আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। ইসলামী আইনের কড়া বিধিনিষেধ আরোপ করে।
উল্লেখযোগ্য বিধিনিষেধের মধ্যে ছিল- মুভি দেখা যাবে না, গান শোনা যাবে না, মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, মেয়েরা স্কুলে পড়তে পারবে না। যদি কারো যেতেই হয়, তাহলে নির্দিষ্ট পোশাক পরে বের হবেন। বলা যায়, তারা কঠোর বিধিনিষেধের মধ্যে নিয়ে আসে আফগানিস্তানকে।
---
#জিনিউজ ওয়ার্ল্ড ( GNEWS World ) জিনিউজ বিডি ডটকমের একটি উদ্যোগ। আমরা সাধারণত আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও প্রকাশ করে থাকি। আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া কোন বিষয়ে ভিডিও চান তাও আমাদেরকে জানান।
----
ওয়েবসাইট : https://www.gnewsbd.com
ফেসবুক পেজ : / gnewsbd
টুইটার প্রোফাইল : / gnewsbd
পিনটারেস্ট : / gnewsbd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: