ডিম বাহারি কাবাব রেসিপি || ডিম দিয়ে খুব সহজে তৈরি করা যায় মজার কাবাব ||
Автор: Shochy's Kitchen Art
Загружено: 2023-08-11
Просмотров: 245
Описание:
ডিম দিয়ে বাহারি পদ করা যায়।ডিম খেতে মজার ও সুস্বাদু। ডিম পছন্দ করে না এমন মানুষ কম ই আছে।ডিম দিয়ে মজার কাবাব রেসিপি নিয়ে আসলাম।
প্রয়োজনীয় উপকরণ :
১) ৩ টা ডিম।
২) ১ টা আলু।
৩) ১ টা ছোট সাইজের পিয়াঁজ কুচি।
৪) ৩/ ৪ টা কাঁচা মরিচ কুচি
৫) ধনে পাতা পছন্দ মতো।
৬) লবণ স্বাদ মতো।
৭) পরিমাণ মতো খাবার তেল।
৮) আধা চা চামচ হলুদ গুড়ো।
৯) আধা চা চামচ গোলমরিচ গুড়ো।
প্রস্তুত প্রণালী :
প্রথমে ডিম আলু সিদ্ধ করে মেস করে নিবো।প্রিয় উপকরণ একে একে সব দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিবো।
মিশ্রণ দিয়ে রাউন্ড সেপে কাবাব তৈরি করে নিবো।
গরম তেলে হালকা আঁচে কাবাব গুলো ভেজপ নিবো।
ব্যস্। রেডি।গরম গরম পরিবেশন করবো সাদা ভাত বা পোলাওয়ের সাথে।
এভাবেই খুব সহজে তৈরি করে নেয়া যায় মজাদার ডিম কাবাব।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: