এই সেই নুরা পাগলা---Nura pagla
Автор: Sr Sazzad 1
Загружено: 2025-09-15
Просмотров: 36875
Описание:
নুরা পাগলার লাশ পচেনাই তাতে অবাক হওয়ার কিছু নেই তার বডিতে না পচার মেডিসিন দেওয়া হয়েছিলো তাই পচে নাই।
তাকে কেন্দ্র করে একটা ভণ্ডামি হতো সেখানে সেটা অন্য ভাবেও বন্ধ করা যেতো এভাবে লাশ কবর থেকে উঠিয়ে পুড়ানো ইসলাম হয়তো সমর্থন করে না।
লাশ পুড়ানোটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে তবে ভণ্ডামির আস্তানা পুড়িয়ে ফেলাটা অবশ্যই ঠিক আছে।
ইসলামের নামে বহু ভণ্ড ব্যক্তি ইতিহাসে আবির্ভূত হয়েছে, যারা নিজেদের ধর্মগুরু বা মাহদী বলে দাবি করেছে। তাদের মধ্যেই একজন ছিলো নুরা পাগলা। সে এবং তার অনুসারীরা ইসলামের মূল আকীদা ও শরীয়তকে বিকৃত করে বহু কু-কর্ম চালু করেছিলো। নিচে তার কিছু ভ্রান্ত কাজ তুলে ধরা হলো:
সে নিজেকে ইমাম মাহদী দাবি করেছিলো। অথচ এটা প্রতারণা ছাড়া কিছুই নয়।
আল্লাহর মহাগ্রন্থ আল-কোরআনকে “ভুজপাতা” অর্থাৎ মূল্যহীন বলে অভিহিত করেছিলো (নাউজুবিল্লাহ)। এটি সরাসরি কুফরী।
তার ছেলে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করে মুসলমানদের ধর্মান্তরিত করার কাজ শুরু করে।
মৃত্যুর আগে সে নিজের কবরকে কা’বার আদলে নির্মাণ করে যায় এবং ভক্তদের অসিয়ত করে তার কবর তাওয়াফ করতে। মৃত্যুর পর তার অনুসারীরা তার কবরকে কিবলা বানিয়ে নামাজ আদায় করে!
তার অনুসারীরা মৃত্যুবরণ করলে তাদেরকে ৬ তাকবীর দিয়ে জানাজা পড়ানো হয়, যা বিদআত।
সে নিজের নামে নতুন কালেমা বানায়:
লা ইলাহা ইল্লাল্লাহু মাহদী রাসূলুল্লাহ (নাউজুবিল্লাহ)।
দাফনের সময় তাকে ইসলামি শরীয়তের নিয়ম ভঙ্গ করে মাথা দক্ষিণে ও পা উত্তরে করে রাখা হয়েছিলো।
এসব কাজের কোনোটিই ইসলামের সাথে সম্পর্কিত নয়। বরং এগুলো শিরক, বিদআত ও কুফরী মতবাদ। নুরা পাগলা ও তার অনুসারীরা বাস্তবে ইসলাম ত্যাগ করে একটি নতুন ভ্রান্ত ধর্ম তৈরি করেছিলো।
Tiktok__tiktok.com/@sazzadhossen123456
Facebook --- / 1d1qqcrhg4
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: