খোলা চুলের নাচে ট্রাম্পকে স্বাগত আমিরাতের নারীদের | Trump | UAE | Women Dance |
Автор: IBTV Digital
Загружено: 2025-05-16
Просмотров: 2259
Описание:
খোলা চুলের নাচে ট্রাম্পকে স্বাগত আমিরাতের নারীদের | Trump | UAE | Women Dance | @IBTVUSA
পাশাপাশি দুই সারিতে দাঁড়িয়ে আছেন নারীরা। পরনে লম্বা সাদা গাউন। প্রত্যেকেরই লম্বা খোলা চুল। সুরের তালে তালে চুল দোলাচ্ছেন নারীরা। সঙ্গে বাজছে ড্রাম। এমন পরিবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রবেশ। খোলা চুল দোলানো নারীদের দুই সারির মাঝ দিয়ে হেঁটে চলেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত এই রীতিতেই স্বাগত জানায় ট্রাম্পকে। চার দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব ও কাতার হয়ে বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান ট্রাম্প। আবুধাবির বিমানবন্দরে ট্রাম্পকে প্রথমে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরপরই প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল-ওয়াতানে খোলা চুলের ঐতিহ্যবাহী আমিরাতি ও ওমানী সুলতানাতের নাচ ‘আল-আইয়ালা’ পরিবেশন করে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। তরুণীরা কোমর পর্যন্ত লম্বা চুল বাম থেকে ডানে দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নাচ পরিবেশন করে। কয়েকজন পুরুষকেও এ সময় তলোয়ারের মতো জিনিস হাতে নিয়ে থাকতে দেখা যায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ‘ইউনেস্কো’ বলছে, এই রীতি সংযুক্ত আরব আমিরাত ছাড়াও উত্তর-পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয়। এটি মূলত ঐতিহ্যবাহী একটি নৃত্যকলা। এই নাচের সঙ্গে ড্রাম বাজে এবং পাঠ করা হয় বিশেষ কবিতা। কবিতার কথা এবং ড্রামের শব্দের তালে তালে নারীরা মাথার চুল দুলিয়ে থাকে নানা ভাবে। কেবল নারী নয়, পুরুষরাও আল-আইয়ালায় অংশ নেয়। তারা থাকে নারীদের পেছনের সারিতে। ড্রাম বাজায় তারা। আর সেই বাজনার তালে তালে চুল দোলায় নারীরা। এছাড়া, পুরুষদের হাতে থাকে তলোয়ার বা বাঁশের লাঠি। নারীরা যে লম্বা সাদা পোশাক পরে থাকেন সেটিও প্রাচীন রীতি। ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে মূলত বিয়েবাড়ির অনুষ্ঠানে কিংবা কোনও উৎসব পালনে জনপ্রিয় আল-আইয়ালা নৃত্যকলা। যে কোনও বয়স, যে কোনও লিঙ্গ এবং যে কোনও সামাজিক শ্রেণির মানুষ এই রীতি পালন করতে পারে।
#TrumpInUAE #EmiratiWomenDance
#TraditionalDance #TrumpVisit
যা কিছু চাই, সব একই পর্দায়
Connect with the iBTV USA:
Website: https://www.ibtvusa.com
YouTube: / ibtvusa
Facebook: / ibtv.usa
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: