বিধায়কের নাম করে ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকি ফোন । থানায় অভিযোগ দায়ের
Автор: MOBILE NEWS 19
Загружено: 2023-04-10
Просмотров: 49
Описание:
@MOBILENEWS19
বিধায়কের নাম করে টাকা চেয়ে হুমকি ফোন কনস্ট্রাকশন মালিককে ?
২ লক্ষ টাকা দাবি। দাবি না মেটালে কাজ বন্ধ হুমকি। থানায় অভিযোগ দায়ের। যদিও বিধায়ক জানান তিনি এ বিষয়ে কিছুই জানেন না । সংবাদ মাধ্যমের কাছ থেকে জানলেন । ঘটনা ভালো কাজ নয়। যা যা করণীয় করবেন।
হুমকি ফোনে নাম জড়ালো মেমারীর বিধায়কের। মেমারীর বিধায়কের নাম করে 2 লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি? হুমকি দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের নিমো দু'নম্বর অঞ্চলের কেননা এলাকার কিংকর মৃধা নামে এক ব্যক্তিকে।
গত ৩০শে মার্চ এই হুমকির ফোন পাওয়ার পর মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তবে নির্দিষ্ট কোন ব্যক্তির পরিচয় পাওয়ার না গেলেও দুটি ফোন নম্বর ওই অভিযোগ পত্রে দেওয়া হয়।
মেমারি তারকেশ্বর রোডের পাশে, নিমো ২ পঞ্চায়েত এলাকায় একটি কমার্শিয়াল কনস্ট্রাকশন এর কাজ চলছে। এই কমার্শিয়াল কনস্ট্রাকশনের মালিক কিংকর মৃধা।
প্রধান রাস্তা থেকে কনস্ট্রাকশনে যাওয়ার রাস্তায় একটি কংক্রিটের কালভার্ট নির্মাণ হচ্ছে । এই কালভার্ট তৈরির জায়গাটিও তাদের নিজেদের বলেই জানানো হয় কিংকর মৃধার তরফে। কিঙ্কর মৃধার সহকারী অভিজিৎ মন্ডল বলেন, নির্মাণ কাজের জন্য সরকারিভাবে সমস্ত প্রশাসনিক দপ্তরের অনুমতি নিয়েই এই কাজটি হয়েছে। এমনকি প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা এই কমার্শিয়াল কনস্ট্রাকশনের জায়গাটি পরিদর্শন করে কাজ করার অনুমতিও দিয়েছেন।
কিন্তু কোন এক ব্যক্তি মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের নাম করে এই কনস্ট্রাকশন মালিক কে ফোন করে দু'লক্ষ টাকার দাবি করেন। টাকা না দিলে দুটি ফোন নাম্বার থেকে ফোন করে যে কোন উপায়ে কমার্শিয়াল কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
এরপর কিংকর মৃধা নির্দিষ্ট দুটি ফোন নাম্বার উল্লেখ করে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন
জানা গেছে অভিজিৎ মণ্ডল নিজেও একজন tmc কর্মী। কিন্তু তৃণমূলের একাংশের তোলাবাজি তে তিনিও হতাশ ও ক্ষিপ্ত
বিধায়কের নাম ব্যবহার করে টাকা চেয়ে হুমকির ফোন বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দলীয় ভাবমূর্তি উজ্জ্বল করতে শাসক দল এখন ঠিক কি পদক্ষেপ গ্রহণ করে সেটি দেখার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: