একটি জমি জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রেপ্তার ৭জন মন্তেশ্বরে।
Автор: 24 GHANTA lNDIA TV
Загружено: 2023-01-25
Просмотров: 12
Описание: একটি জমি জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে কচি শেখ ও ধানু সেখ এইদুটি পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানা পুলিশ। ধৃত আসাদুল সেক কচি শেখ লাদেন শেখ সুখচাঁদ সেখ মিন্টু শেখ ধানু শেখ সকলেরই বাড়ি বামুনপাড়া পঞ্চায়েতের তেতুলিয়া গ্রাম। জানা গেছে একটি জমি চাষ দেওয়া নিয়ে শাবল দাড় কোদাল বিবাট মারপিট হয়। দুই পরিবারের মধ্যে। মঙ্গলবার সেই বিবাদকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে উভয় পক্ষের মধ্যে। ঘটনা আহত হয় প্রায় তিনজন তাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। উভয় পক্ষ মন্তেশ্বর থানা লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা তেই ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বুধবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতদের এক আত্মীয় আমাদের কি জানালেন দেখুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: