আল্লাহ্ তাআলা পরম দয়ালু, অসীম করুণাময় ও ক্ষমাশীল এটি কুরআন ও হাদীসের সর্বত্র আছে।
Автор: Extension House
Загружено: 2025-11-18
Просмотров: 2827
Описание:
🌿 আল্লাহর দয়া সীমাহীন
আল্লাহর রহমত এমন ব্যাপক যে তা আসমান-যমীনের সব সৃষ্টিকে ঘিরে রেখেছে। মানুষ যতই ভুল করুক, তৌবা করে তাঁর দিকে ফিরে এলে তিনি ক্ষমা করে দেন। তাঁর একটুখানি দয়া যদি দুনিয়ায় অনুভব করা যায়, তাহলে আখিরাতের দয়া কত অসীম হবে—এটি কল্পনাতেও আসে না।
🌧️ আল্লাহর ক্ষমা অপরিসীম
আল্লাহ বলেন, “হে আমার বান্দারা! যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন।”
এ আয়াত প্রমাণ করে তাঁর দরজা সবসময় খোলা। শুধু ডেকে বললেই তিনি সাড়া দেন।
💛 বান্দার প্রতি আল্লাহর মমতা
একজন মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তাঁর বান্দাকে তারও বেশি ভালোবাসেন। বান্দা কাঁদলে তিনি কাছে টেনে নেন। বান্দা বিপদে পড়লে তিনি পথ খুলে দেন।
✨ আল্লাহর দয়া ও ক্ষমার আশায় থাকা ঈমানের অংশ
মুমিন সবসময় আল্লাহর দয়া আশা করে এবং গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়। এই দয়া-ক্ষমার আশা মানুষকে শক্তি দেয়, শান্তি দেয় এবং জীবনে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে।
🌸 শেষ কথা
আল্লাহ পরম দয়ালু—এ বিশ্বাস হৃদয়কে কোমল করে, গুনাহ থেকে দূরে রাখে এবং জীবনে আলোকিত পথ দেখায়। আমরা যেন সবসময় তাঁর দয়া ও ক্ষমার ছায়ায় থাকতে পারি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: