যশোর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মসিয়ুর রহমান অব্যাহত রেখেছেন গণ সংযোগ
Автор: চিত্রারপাড় টিভি CHITRARPAR TV
Загружено: 2025-11-01
Просмотров: 12
Описание:
যশোর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি
মসিয়ুর রহমান অব্যাহত রেখেছেন গণ সংযোগ
বাঘারপাড়ায় যে কয়জন দীর্ঘ মেয়াদে জন প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন তার মধ্যে মসিয়ুর রহমান অন্যতম। খুব অল্প বয়সে তিনি ১৯৯৭ সালে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরপর তিন মেয়াদে তিনি নির্বাচিত হয়ে সুনামের সাথে এ ইউনিয়নের চেয়াম্যোনের দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সালে তিনি ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়াম্যানের পদে প্রতিদন্দিতা করেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। হার না মানা মসিয়ুর এখন আগামী সংসদ নির্বানে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হয়ে ব্যপকভাবে গণ সংযোগ চালাচ্ছেন।
ধারাবাহিক গণ সংযোগের অংশ হিসাবে তিনি গত শুক্রবার নিজ ইউনিয়নের সকল কার্তিয়ানী পূজা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন। নারিকেলবাড়িয়া অগ্রণী ক্লাব, নারিকেলবাড়িয়া দাস পাড়া ও খানপুর যুব সমাজের আয়োজনে এ সব কার্তিয়ানী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন লস্কর, সহ সভাপতি হাসেম আলী মোল্যা, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, নারিকেলবাড়িয়া ইউনিয়ণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, আরিছ হোসেন, উপজেলা কৃষক দলের সহ সভাপতি বুলবুল আহাম্মেদ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।
#যশোর৪
#মসিয়ুর_রহমান
#বিএনপি
#ধানের_শীষ
#গণসংযোগ
#ভোট_দিন_ধানের_শীষে
#পরিবর্তনের_অঙ্গীকার
#জনতার_প্রার্থী
#যশোরের_গর্ব
#BNPforPeople
#masscommunication
#election2025
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: