ডেল্টা থেকে স্টার সার্কিট আঁকার সহজ নিয়ম | Delta to Star Conversion | Part 01 | EEE Job Preparation
Автор: EEEian
Загружено: 2025-10-28
Просмотров: 89
                Описание:
                    এই ভিডিওতে আমরা শিখেছি কিভাবে একটি ডেল্টা কানেকশন থেকে খুব সহজে একটি স্টার কানেকশন আঁকা যায়। সার্কিট সমাধানের জন্য স্টার-ডেল্টা কনভার্সন একটি অপরিহার্য বিষয় এবং এর প্রথম ধাপই হলো সঠিকভাবে সার্কিটটি আঁকতে পারা।
এটি আমাদের স্টার-ডেল্টা কনভার্সন সিরিজের প্রথম পর্ব (Part 01)। এই পর্বে ডেল্টা সার্কিটের নোড পয়েন্টগুলো ঠিক রেখে কিভাবে একটি কমন পয়েন্টের সাপেক্ষে স্টার সার্কিট আঁকতে হয়, তা ধাপে ধাপে দেখানো হয়েছে।
লেকচারে যা যা বলা হয়েছে (হুবহু প্রতিলিপি):
"ডেল্টা টু স্টার কনভার্সন। ... তারপরে কি করবো? আগেরবারের মতোই তিনটে নোডের পয়েন্ট নেব। ওকে জনগণ? এখন এটা কি বানাতে চাই? স্টার না ডেল্টা? স্টার। তাহলে স্টারের আমরা আরেকটা জিনিস জানি কি? যে এর একটা অবশ্যই কমন পয়েন্ট থাকবে। থাকবে না থাকবে না? হ্যাঁ? থাকবে। অবশ্যই কমন পয়েন্ট থাকবে। তাহলে এই যে এক নাম্বার... ও এক নাম্বার নোডের সাথে আগে লাইন লাগাও... তিন নাম্বার নোডের সাথে লাইন লাগাও, দুই নাম্বার নোডের সাথে লাইন লাগিয়ে নেও আগে। এটা তো প্রাইমারি কাজ। এখন এই যে এক নাম্বার পয়েন্ট থেকে কমন পয়েন্ট পর্যন্ত একটা রেজিস্টর যাবে। দুই নাম্বার পয়েন্ট থেকে কমন পয়েন্ট পর্যন্ত একটা রেজিস্টর যাবে। সিমিলারলি তিন নাম্বার পয়েন্ট থেকে কমন পয়েন্ট পর্যন্ত একটা রেজিস্টর যাবে। এখন মজাটা দেখো..."
এই লেকচারটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EEE) এর ছাত্রছাত্রী, ডিপ্লোমা শিক্ষার্থী এবং বিশেষ করে যারা Sub Assistant Engineer পদের জন্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
#DeltaToStar #StarConnection #CircuitDrawing #EEEian #StarDeltaConversion #ElectricalBangla #EEEJobPreparati                
                
Повторяем попытку...
 
                Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                Информация по загрузке: