গরুর খামার ২ লক্ষ টাকা হলে আপনি শুরু করতে পারবেন.।
Автор: কৃষি - কথা
Загружено: 2025-06-12
Просмотров: 43791
Описание:
আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন?
ক্ষুদ্র খামার মাত্র ২ লক্ষ টাকা হলে খামার করতে পারবেন।তবে আপনাকে স্বাস্থ্য খারাপ বকনা কিনতে হবে। বকরা বাছুর গুলোর বয়স হবে বয়স ৭মাস বা ৮মাস। স্বাস্থ্যহীন বকনা। বকনা বাছুর গুলোর দাম হবে ২৮ ২৯ ৩০ -৩১। ৫টি বকনা বাছুর কিনবেন করবেন। পাঁচটি বকনা বাছুর এর দাম হবে দেড় লক্ষ টাকা। গরু গুলা খাবার খড় ভুসি ভুট্টা ফিড কাঁচা ঘাস কারেন্ট বিল ডাক্তারি বিল। সাধারণত বকনা বাছুরগুলা ওজন হবে ৬০ ৬৫ কেজি। সারাদিনে এক কেজির বেশি দানাদার খাবার লাগবে লাগবে। বকনা গুলো আপনাকে পুষতে হবে ৬০ দিন ৬৫ দিন। বকনা বাছুর গুলো প্রত্যেক দিনই খরচ হবে ৭০ থেকে ৮০ টাকা। আপনি শুধুমাত্র খড় ভুট্টা ধানের গুড়া পাশাপাশি কিছু ওষুধ লাগবে। দৈনিক খাবে একটি বাসুর ৮০ টাকা করে। দুই মাসে খরচ হবে প্রত্যেকটি বকনা বাছুর তাহলে ৬০*৮০=৪৮০০
৬০দিন পোষেন তাহলে পাঁচটি বকনা বাছুর খরচ হবে ২৫০০০০থেকে ৩০০০০।
.মোট খরচ হল এক লক্ষ আশি হাজার।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: