হযরত ওমর (রা:) ও মদ্যপ যুবকের তওবার বিখ্যাত সেই ঘটনা | কাঁদতে বাধ্য হবেন |
Автор: Islam Shikha
Загружено: 2020-10-05
Просмотров: 69
Описание:
একথা হযরত ওমর ফারুক রা: মদিনার কোন এক গলি পথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর রা: তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক! তুমি তোমার বস্ত্রের নিচে কি ঢেকে রেখেছ?
বোতলটি মদ ভর্তি ছিল; সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত: করছিল; কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ভয়-ভীতিতে বিহ্বল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল:
হে মাবুদ! আমাকে তুমি খলিফা ওমর রা: এর সামনে লজ্জিত করোনা। তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো। আমি তোমার নিকট খাঁটি দিলে তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, জীবনে আর কোনদিন এই আমি মদ স্পর্শ করব না।
এরূপ তওবা করার পরক্ষণেই যুবক হযরত ওমর রা: এয়ার প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা! আমার কাছে এটি একটি সিরকার বোতল; কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তার ইচ্ছা অনুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হল। দেখা গেল যে, বোতল টির মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে। "সুবাহানাল্লাহ"
কেউ এভাবে ভীত মনে কোন লজ্জাজনকও পাপ কাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাটি তওবা করে নিলে আল্লাহপাক এক বস্তুকে উপর বস্তুতে পরিণত করে ফরিয়াদির পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত অক্ষুন্ন রাখেন। (মুকাশাফাতুল কুলুব)
আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। "আমিন"
এ ধরনের শিক্ষনীয় এবং উপদেশ মূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। "ধন্যবাদ"
/ @islamshikha9546
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: