অপুর পর দ্বন্দ্বে গা ভাসালেন বুবলীও, কেন শাকিবের মুখ বন্ধ?Apu । Bubly । Shakib । Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2022-11-23
Просмотров: 1252
Описание:
#শাকিব #অপু #বুবলী #Apu #Bubly #Shakib
ঢকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের ব্যাক্তিগত রেষারেষি অনেক পুরোনা। কয়েক বছর আগে নায়ক শাকিব খানকে নিয়ে দ্বন্দ্বে জড়ান দুজন। সেসময় শাকিব খানের স্ত্রী ছিলেন অপু বিশ্বাস। আর বর্তমানে অপুকে ডিভোর্স দিয়ে বুবলীকে বিয়ে করেন এই চিত্রনায়ক।
এদিকে দুই বধুর স্বামী একজন হওয়ার পর পুরোনো সেই দ্বন্ধ যেন আরো বেশি মাথাচড়া দিয়ে উঠেছে। যার প্রমাণ সম্প্রতি সময়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে চিত্রনায়ক শাকিব খান। কেননা বিভিন্ন ইস্যুতে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন অপু-বুবলী। আর তাদের নামের সাথে স্বাভাবিকভাবে শাকিবের নামও চলে আসে সামনে।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি আবারো আলোচনায় তারা। যার মধ্য দিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান দুই বধূর দ্বন্ধ এতদিন মনের ভেতর লুকানো থাকলেও তা এবার চলে এসেছে একদমই প্রকাশ্যে।
মুলত ঘটনার শুরু বুবলীর এবারের জন্মদিনকে ঘিরে। জন্মদিন উপলক্ষে বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দেন শাকিব। নায়িকা নিজেই তা গণমাধ্যমকে নিশ্চিত করেন। পরে সেই খবরের লিংক নিজের ফেসবুকে শেয়ার করেন অপু। ক্যাপশনে লেখেন- ‘কী যে মজা মজা!’ সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি।
অন্যদিকে অপুর এই পোস্টের জবাব দেন বুবলীও। ২২ নভেম্বর নিজের ফেসবুকে তিনি লেখেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”
সামাজিক মাধ্যমে দুই নায়িকার এমন লড়াইয়ে সামিল হচ্ছেন নেটিজেনরাও। তারা নিজেদের মতো করে মুখরোচক মন্তব্য করছেন অপু-বুবলীর পোস্টে। তবে এই প্রসঙ্গে এখনো নিশ্চুপ শাকিব খান। জয়-বীরের বাবা এ নিয়ে কোনো পতিক্রিয়াই দেখাচ্ছেন না। তাই কেউ কেউ মজার ছলে প্রশ্ন করেছেন শাকিব এখন কার?
এরআগে ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। এরপর বিভিন্নভাবে শাকিব ইঙ্গিত করেছেন বুবলীর কাছ থেকে তিনি আলাদা আছেন। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বুবলী।
তারও আগে ২০০৮ সালে অপু বিশ্বাসকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান। তবে বিয়ের খবর টের পায়নি কেউই। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় অপু শাকিবের।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2022
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: