শক্তিপীঠ না সিদ্ধপীঠ (Shaktipith Na Sidhapith)
Автор: Chalo Dang Dang
Загружено: 2023-08-02
Просмотров: 45
Описание:
"তারাপীঠ শক্তিপীঠ না সিদ্ধপীঠ" - নিয়ে দুরকম মত আছে।
এক: পৌরাণিক কাহিনী অনুযায়ী তার স্ত্রী সতী, পিতা দক্ষের 'শিবহীন যঞ্জ' করার ঘটনায় অপমানিত বোধ করেন এবং যঞ্জ স্হলেই আত্মত্যাগ করেন। শিবের ক্ষোভ শান্ত করতে বিষ্ঞু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খন্ড বিখন্ড করে ৫১ টি খন্ড করে দেন। এই একান্নটি স্থান শক্তিপীঠ।
দুই: অন্য কিংবদন্তি অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল শিব পান করেন। বিশের জ্বালায় শিবের কন্ঠ জ্বলতে থাকে। তখন তারা দেবী নিজের স্তন্য পান করিয়ে শিবের জ্বালা নিবারণ করেন।
কিছুদিন পর সন্ন্যাশী বশিষ্ঠ তারাপীঠ মহাশ্মশানে শ্বেত-শিমূলের তলায় পঞ্চ মুন্ডির আসনে বসে সিদ্ধিলাভ করে প্রস্তরময় মাতৃমূর্তি লাভ করেন। সিদ্ধপীঠ নাম পরিচিত হয়।
Please join us on Facebook & Instagram
Facebook :
https://www.facebook.com/profile.php?...
Instagram:
https://instagram.com/chalo_dang_dang...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: