মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫।
Автор: FISH & FISH CULTURE BD
Загружено: 2025-10-26
Просмотров: 61
Описание:
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ শুরু হয় গত ০৪ অক্টোবর থেকে এবং চলেছে ২৫ অক্টোবর পর্যন্ত। এ পর্যন্ত অভিযান চালাতে গিয়ে অনেক অভিজ্ঞতা ও ধাওয়ার সম্মুখীন হয়েছি। ইলিশ ডিম ছাড়তে না পারলে পরবর্তী বছর ইলিশ পাবেনা এই সরল কথা অবেক অসাধু মৌসুমি জেলে বুঝতে চায়না। বেশিরভাগ জেলে মেনে চলে কিন্তু মৌসুমি জেলেরা মানতে চায়না। জেলেরা সারা বছর মাছ ধরলেও এ সময় ধরা থেকে বিরত থাকে অন্যদিকে মৌসুমি জেলেরা সারা বছর মাছ না ধরলেও শুধু এ সময় ধরে। ফলে ইলিশ ডিম ছাড়তে পারেনা যার ফলশ্রুতিতে ইলিশের উৎপাদন দিন দিন কমছে। ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তর বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাছে বাংলাদেশের কোস্ট গার্ড, বাংলাদেশ নৌ বাহিনী ও পুলিশ সহযোগিতা করছে। কিন্তু জেলেরা সচেতন না হলে এ মাছ রক্ষা করা কষ্টকর হয়ে যাবে। আবার এ মাছ হারিয়ে গেলে প্রায় ৫ লক্ষ ইলিশ জেলে ও জেলের পরিবার কিভাবে চলবে সেটাও ভাবতে হবে। তাই দেশের সকল্কে নিজ নিজ স্থান থেকে ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
#ilish
#ilishmach
#ইলিশ
#ইলিশমাছ
#মাইলিশরক্ষাঅভিযান
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: