১৯৭৩ সালের পর যে আসনে কখনোই জয় পায়নি নৌকা!!দেখুন বিস্তারিত
Автор: JK TV
Загружено: 2018-11-18
Просмотров: 35366
Описание:
জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭৩ সালের পর যে আসনে কখনোই জয় পায়নি নৌকা!!দেখুন বিস্তারিত
বর্তমানে দেশে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে মনোনয়ন পত্র বিক্রি করা শেষ করেছে দেশে নিবন্ধিত দল গুলো। সাক্ষাৎর শেষে চূড়ান্ত পর্যায় আছে প্রার্থীতা। এখন শুধু চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করার পালা। কোন আসন থেকে কে পাচ্ছে কাঙ্খিত দলীয় মনোনয়ন। তাই সবার মধ্যে একটা স্নায়ুচাপ লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, বগুড়া-২ আসনে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনের পর আর কখনো এখানে ‘নৌকা’ জেতেনি। তাই এবার এই আসনটি পেতে মারিয়া ক্ষমতাশীন দলের মনোনয়ন প্রত্যাশীরা।
এ আসনে মনোনয়ন পেতে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আয়শা খাতুন, জেলা সদস্য আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ ওয়ালী মোকারম চৌধুরী, জেলা যুবলীগ নেতা মোবাশ্বার হোসেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবদুল মোত্তালেব ও আবদুল করিম এবং স্বেচ্ছাসেবকলীগের সদস্য উজ্জল প্রসাদ কানু।
অপরদিকে, বিএনপি থেকে মনোনয়ন কিনেছেন দলটির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, সাবেক এমপি একেএম হাফিজুর রহমান, সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি ও বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি ও শিবগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা শাহাদাতুজ্জামান।
এছাড়া ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ আসন থেকে।
এই আসনটিতে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনের পর আর কখনো এখানে ‘নৌকা’ জেতেনি। গত নির্বাচনে জাপার শরিফুল ইসলাম মহাজোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন। তিনি ২০০৮ সালে বিএনপির এ কে এম হাফিজুর রহমানের কাছে ৪৫ হাজার ৮৭১ ভোটে হেরেছিলেন।
আর ২০০১ সালে জয় পান বিএনপির রেজাউল বারী। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান ৪৭ হাজার ৮১৯ ভোট পেয়ে দ্বিতীয় হন। বর্তমানে এ আসনে ভোটার ২ লাখ ৯৬ হাজার ৪০৯।
এবার আসনটি নিয়ে বিএনপি-জামায়াতের মধ্যে চলছে দ্বন্দ্ব। এবার প্রর্থী হতে চান দুই সাবেক সাংসদ বিএনপির হাফিজুর রহমান ও জামায়াতের মাওলানা শাহাদাতুজ্জামান প্রার্থী হতে চান। এখানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।
অপরদিকে, ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও মনোনয়ন চাইছেন। তিনি ৯১ থেকে তিনবার এ আসনে নির্বাচন করেছেন। প্রথমবার জনতা মুক্তি পার্টির হয়ে, পরের দুবার ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। একবারও জিততে পারেননি তিনি। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হলে বিএনপি–জামায়াতের সমর্থন কাজে লাগিয়ে জেতার সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ • ১৯৭৩ সালের পর যে আসনে কখনোই জয় পায়নি নৌকা!...
আরও দেখুনঃ
খালেদা এবং জিয়ার বিয়ের অজানা রোমান্টিক কাহিনী-দেখলে অবাক হবেন
• খালেদা এবং জিয়ার বিয়ের অজানা রোমান্টিক কাহ...
সবার আগে সব খবর পেতে আমাদের চ্যনেলটিতে সাবস্ক্রাইব করুনঃ
http://bit.do/d8N83
#bd election #election #Election2018
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: