সঞ্চয়পত্র না বন্ড, প্রবাসী বাংলাদেশিদের জন্য কোনটি বেশি লাভজনক || Visa Totho Kendro | VIC Global
Автор: VIC Global
Загружено: 2023-04-10
Просмотров: 93
Описание:
সঞ্চয়পত্র না বন্ড, প্রবাসী বাংলাদেশিদের জন্য কোনটি বেশি লাভজনক || Visa Totho Kendro
অনাবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকের সংখ্যা কম নয়। সরকারি হিসাবে তা এক কোটির বেশি। অনেকেই আছেন বিদেশে বসবাস করলেও তাঁদের পরিবার থাকে বাংলাদেশে। সংগত কারণেই পরিবারের খরচ বাবদ মাসে মাসে দেশে টাকা পাঠাতে হয়। আপনি চাইলে প্রতি মাসে খরচের টাকা বিদেশ থেকে না পাঠিয়ে ইউএস ডলার প্রিমিয়ার বন্ডে বিনিয়োগ করতে পারেন। এই বন্ডে যদি বিনিয়োগ করেন, তাহলে মুনাফা বাংলাদেশে আপনার ব্যাংক হিসাবে জমা হবে। পরে ওই ব্যাংক হিসাব থেকে আপনি আপনার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর করে দিতে পারবেন। অনলাইন ব্যাংকিং সুবিধা থাকায় দেশে না এসেও আপনার যখন দরকার হবে, তখন টাকা স্থানান্তর করতে পারবেন।
এই বন্ডের বিনিয়োগকৃত ডলার চাইলে আপনার বিদেশি ব্যাংক হিসাবেও নিতে পারবেন। তবে মুনাফার টাকা বাংলাদেশি টাকায় বাংলাদেশের ব্যাংক হিসাবে নিতে হবে। আর যদি মুনাফার টাকাও ডলারে নিতে চান, তাহলে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নামে আর একটি বন্ড আছে, সেখানে বিনিয়োগ করতে পারেন।
পার্থক্যটা হলো ইউএস ডলার প্রিমিয়ার বন্ডের বিনিয়োগকৃত অর্থ নিতে হবে ডলারে, কিন্তু মুনাফা নিতে হবে টাকায়। অন্যদিকে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিনিয়োগকৃত অর্থ কিংবা মুনাফা উভয়ই ডলারে নেওয়া যাবে। তবে আপনার যদি কখনো দরকার হয় বিনিয়োগকৃত ডলার ও মুনাফা উভয়ই আপনি বাংলাদেশি টাকায় নিতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে ব্যাংকে ফরেন কারেন্সি (এফসি) হিসাব খুলতে হবে। যদি দেশে আপনার এফসি হিসাব থাকে, তাহলে ওই হিসাবেও মুনাফা নিতে পারবেন। উভয় বন্ডেই মুনাফার হার ৭ দশমিক ৫ শতাংশ এবং এ মুনাফা সম্পূর্ণ করমুক্ত।
এখানে আপনি বলতে পারেন, যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতাম তাহলে ১০ শতাংশ কর কর্তনের পরও বছরে এক লাখ টাকায় ন্যূনতম ১০ হাজার টাকা পেতাম। তাহলে আমি কেন সঞ্চয়পত্রে বিনিয়োগ না করে এই বন্ডে বিনিয়োগ করব? ভেবে দেখুন, যেহেতু বিনিয়োগ করা ডলার আপনি যে দেশে থাকেন সেই দেশে মেয়াদ শেষে ফেরত নেবেন। আর যে মুনাফা বাংলাদেশে পাবেন, তা দিয়ে বাংলাদেশে দরকারি কাজে ব্যবহার করবেন। এ জন্য কিছু মুনাফা কম পেলেও তেমন ক্ষতি নেই। কিন্তু আপনি সঞ্চয়পত্রে বা ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগ করে দেশের বাইরে অর্থ নিতে চাইলে জটিলতায় পড়তে পারেন।
উভয় বন্ডের আরও কিছু সুবিধা আছে। যেমন তিন বছর শেষ হয়ে গেলেও স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেয়াদের জন্য পুনর্বিনিয়োগ সুবিধা রয়েছে। তাই নতুন করে আবার পুনর্বিনিয়োগের ঝামেলা নেই। বিনিয়োগ করার পর যদি কোনো কারণে অর্থের প্রয়োজন হয়, তাহলে বিনিয়োগকৃত অর্থের বিপরীতে ঋণ নিতে পারবেন। আপনি নমিনিও নিয়োগ করতে পারবেন।
ই পাসপোর্ট, E-Passport
• প্রবাস বন্ধু | ই পাসপোর্ট এর সর্বশেষ আপডেট...
Japan Visa Information || বিনা খরচে জাপান
• প্রবাস বন্ধু | Japan Visa Information || ব...
কোরিয়ান লটারি
• প্রবাস বন্ধু | Korean Lottery Registration...
সুইডেন ভিসা
• প্রবাস বন্ধু | কিভাবে সুইডেন ভিসা পাওয়া যা...
#Immigration #Travel #Visa
VIC Global RL2556
#VIC #VIC_Global #RL2556
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: