ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত
Автор: MANOB TV
Загружено: 2025-06-12
Просмотров: 46
Описание:
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফায়েড আইডি থেকে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। কমপক্ষে ২৪২জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
উড়োজাহাজটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন বলে ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই এসোসিয়েটেডে প্রেসকে জানিয়েছেন। এর ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।
বিবিসি জানিয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি।
আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল -এক এর ব্যবস্থাপক বিবিসি হিন্দিকে বলেছেন, বিমানবন্দরের বাইরে থেকে ধোঁয়া দেখতে পান তারা। তার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সবাই। কয়েকটি ছবিতে, বিমানটিতে আগুন ও ধোঁয়া দেখা গেছে।
ভারতের বিমান পরিবহনমন্ত্রী কিনজারাপু রাম মোহন নাইডু সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে।” আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
#London #Bangladesh #Sylhet #Community #Probashi #News #Literature #TV-show #Discussion #Sports #Students #Bengali #Poet #Writer #UK Bangla Directory #UK Asian Restaurant Directory #Muslim Index #Shomoy24.co.uk
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: