জাহান্নামীদের পানীয় ফুটন্ত পানি I Viral Video I
Автор: Quran Shikkha
Загружено: 2022-12-31
Просмотров: 1064
Описание:
আসসালামু-আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় দর্শক,
আল্লাহ পাক জাহান্নামীদের পানীয় সম্পর্কে সূরা ওয়াকিয়ার ৫৪, ৫৫ নং আয়াতে বলেন,
আর তার উপর পান করবে ফুটন্ত পানি,
আর তা পান করবে পিপাসা-কাতর উটের মত ।
هِيْمٌ হল أَهْيَمٌ এর বহুবচন। সেই পিপাসিত উটদেরকে বলা হয়, যারা বিশেষ এক রোগের কারণে পানির উপর পানি পান করেই যায়, কিন্তু তাদের পিপাসার নিবৃত্তি হয় না। অর্থাৎ, যাক্কুম খাওয়ার পর পানিও ঐভাবে পান করবে না, যেভাবে সাধারণতঃ পান করা হয়। বরং প্রথমতঃ শাস্তি স্বরূপ তোমরা ফুটন্ত পানিই পাবে। দ্বিতীয়তঃ তোমরা সে পানিকে পিপাসার্ত উটের মত পান করেই যাবে; কিন্তু তোমাদের পিপাসা নিবৃত্ত হবে না।
মহান আল্লাহ পাক আরও বলেন, আমি কুরআন সহজ করেছি, (তিলাওয়াত, অনুধাবন) উপদেশ গ্রহণের জন্য। সুতরাং কোনো উপদেশ গ্রহণকারী আছে কী? (সূরা আল ক্বমার; আয়াত ১৭)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।" (বুখারী হাদিস নং ৪৬৫৭)
কুরআন শিক্ষা চ্যানেলে আমরা পবিত্র কুরআন তিলাওয়াত শেখার নিয়ম সম্বলিত ভিডিও আপলোড করি।
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং দেখে আপনি আত্মবিশ্বাসের সাথে, দ্বিধাহীনভাবে, সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করা শিখতে পারবেন।
আমাদের চ্যানেলে আপনি কুরআন তিলাওয়াতের উন্নতিতে সাহায্য পেতে পারেন। এর পাশাপাশি, ইসলামী জ্ঞান, ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। সুতরাং, কুরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম সম্পর্কে আরও মূল্যবান তথ্য জানুন।
আপনার মূল্যবান পরামর্শ আমাদের অগ্রযাত্রার পাথেয় হবে।
জাজাকুমুল্লাহ খায়ের।
#shorts
#youtubeshorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: