বর্ধমান জেলার মধ্যে অন্যতম বড় পুজো আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো
Автор: BIG NEWS 24x7 বাংলা
Загружено: 2025-09-25
Просмотров: 15
Описание:
বর্ধমান জেলার মধ্যে অন্যতম বড় পুজো আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মাধ্যমে এই পূজোর শুভ উদ্বোধন করেন। প্রতিবছরে বিশাল জায়গা জুড়ে এই পুজো মণ্ডপ তৈরি করা হয়। এ বছরও বেশ অনেকটা বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে আলমগঞ্জ বারোয়ারির দুর্গা পুজো মণ্ডপ। এ বছরে তাদের থিম ভাবনা রয়েছে মায়াজাল, থিম শিল্পী গৌরাঙ্গ কুইলা জানিয়েছেন এবছর এই মণ্ডপের আলাদা আকর্ষণ থাকবে। সাধারণত মানুষের ব্যবহ্রত কিছু ধরনের ফিতে যা দিয়ে এক জালের আকারে বোনা হয়েছে পুরো মণ্ডপ। আমরা নানান ধরনের ফিতে ব্যবহার করে নানান সময় কিন্তু সেই রকমই কিছু ফিতে দিয়ে যে একটা মণ্ডপ নির্মিত হতে পারে সেটি মানুষ দর্শনার্থীরা দেখবেন এবং উপভোগ করবেন তার সঙ্গে পুরো মণ্ডপ জুড়ে রয়েছে রংবেরঙের নানান ছোঁয়া। প্রত্যেক বছরের মতন এ বছরও দর্শনার্থীদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে মন্ডপে প্রবেশদ্বার উন্মুক্ত থাকবে কোনরকম কোন দর্শনার্থীকে লাইন দিতে হবে না মন্ডপ বা মায়ের প্রতিমা দর্শন করার জন্য। সকলেই একেবারে প্রবেশ করবেন মণ্ডপ ও মায়ের প্রতিমা দর্শন করবেন এবং অন্য বাহিরপথে এগিয়ে যাবেন। প্রাকৃতিক দুর্যয় বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টির কারণে সকল শিল্পীরই মন্ডপ তৈরি করতে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে তারা দিনরাত এক করে এই সুন্দর মন্ডপটি তৈরি করতে সাহায্য করেছেন। আলমগঞ্জ বারোয়ারে দুর্গাপূজা কমিটির সদস্য পলাশ বাবু জানিয়েছেন এই আলম গঞ্জের দুর্গাপুজো বর্ধমানবাসীর জন্য আলাদা আকর্ষণ প্রতিবছর রাখে এ বছরও তার অন্যথা হবে না। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী দিন উপস্থিত থাকছেন ভারতবর্ষের নামকরা কিছু গুনী শিল্পীগন।
পূর্ব বর্ধমান প্রতিনিধি পিন্টু প্যাটেল
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: