আবার এসো মা (office Audio) Bangla bhakti gaan আবার এসো মা"বোল্লা মায়ের প্রতি ভক্তি প্রকাশের গান
Автор: Sagar Bhakti Music Bangla
Загружено: 2025-11-13
Просмотров: 153
Описание:
"আবার এসো মা" এবং "বোল্লা মা" নিয়ে যেসব গান, আচার বা ভক্তিমূলক অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, তা মূলত বোল্লা কালীমন্দিরের বাৎসরিক কালীপুজো, নিরঞ্জন বা বিসর্জন এবং বিদায়ের স্মৃতিময় আবেগ ঘিরে।উৎসব ও গান"আবার এসো মা" মূলত মা কালীকে বিদায়ের সময় পুনরাগমনের আহ্বান। বিসর্জনের মুহূর্তে ভক্তরা, আবেগপূর্ণভাবে, মাকে আবার ফিরে আসবার আহ্বান জানায়��.এই আবেগ এবং গানগুলোতে প্রকাশ পায় বৎসরব্যাপী অপেক্ষা, মা-এর কাছে মঙ্গল কামনা ও আশীর্বাদ চাওয়া, এবং বিদায় বেলায় সবার আন্তরিকতা��.সাধারণ বর্ণনাবোল্লা কালীপুজোয় মায়ের মূর্তিকে অলংকার পরানো, নিরঞ্জন শেষে অলংকার খোলার পর যথাযথ রীতিতে বিসর্জন দেওয়া হয়। বিদায় বেলায় সবাই "আবার এসো মা" বলে আবেগ প্রকাশ করেন এবং সুরে সুরে প্রার্থনা করেন "ভালো থেকো মা, সবাইকে ভালো রেখো"��.গুরুগম্ভীর ও গলা-কাঁপানো সুরে হালকা আর্দ্রতাযুক্ত গান ও স্তোত্র উচ্চারিত হয়—এই গান সমাজের সকলেই একযোগে গেয়ে থাকেন। মা-র প্রতি ভালোবাসা, ভক্তি ও নির্ভরতার প্রকাশ লক্ষ্য করা যায়��.কিছু উল্লেখযোগ্য লাইন (বর্ণনামূলক)"তাড়াতাড়ি ফিরে এসো মা, অপেক্ষা থাকলাম। মায়ের বিদায় বেলা চোখে জল এনে দেয়। ভালো থেকো মা, সবাইকে ভালো রেখো..."�"প্রথমে মাকে ঘাটে নামানো, অলংকার খোলা, তারপর ধীরে ধীরে বিসর্জন। বিদায়ের সময় সকলের কান্নায় আবেগাপ্লুত পরিবেশ।"�"বিপদে-আপদে মা সবার সঙ্গে, আবার দেখা হবে…"�এই গান, সংলাপ ও অনুষ্ঠানগুলো বোল্লা কালীমন্দিরের কালিপুজো এবং বিসর্জনের হৃদয়ছোঁয়া স্মৃতি তুলে ধরে। পুনরাগমনের আকুলতা ও মা-র প্রতি হৃদয়ের নিবেদনই এই সকল গানের আসল থিম
#reelschallenge
#reelsviral
#trendingreel
#vairalvideo
#vairalpost
#vairalreels
#maa
#maakali
#kalipujaspecial
#kali
#mahakal
#mahadev
#joyma
#bollakali
#bollakalipuja
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: