#parvo
Автор: Md. Jasiur Rahman
Загружено: 2023-04-02
Просмотров: 65
Описание:
কুকুরের পার্ব রোগের চিকিৎসা খুব সহজ।
আপনার কুকুর যখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, হাঁচি কাশি দিতে থাকে, বমি করে, মুখ দিয়ে পানি পড়ে, তরল রক্ত পায়খানা করে, দুর্বল হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এর যে কোন লক্ষণ দেখলেই বুঝবেন যে আপনার কুকুরটি পারবো রোগ আক্রান্ত।
এসব লক্ষণ দেখা মাত্রই নিকটস্থ পশুর চিকিৎসকের শরণাপন্ন হন। কুকুরকে চিকিৎসকের কাছে নেয়ার আগেই আপনি আপনার কুকুরকে এনটাসিড প্লাস, ওরস্যালাইন, গ্লুকোজ, মেট্রো, রক্ত আমাশার ঔষধ ও সিপ্রোফ্লক্সাসিন দিতে পারেন। তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। শুধুমাত্র জরুরি প্রয়োজনে এনটাসিড প্লাস, ওরস্যালাইন, গ্লুকোজ, মেট্রো খাওয়াতে পারেন। যদি ডাক্তারের কাছে ওই মুহূর্তে নেয়া সম্ভব না হয় তবে একমাত্র এন্টিবায়োটিক দিতে পারেন। খাওয়া-দাওয়া বন্ধ করে দিলে স্যালাইন দিতে হবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন স্যালাইন সহ কয়েকটি ইনজেকশন শিরায় পুশ করা হচ্ছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: