সাড়ে আট বছরের প্রেমের পর ফারিণের বিয়ে । Farin । Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2023-08-14
Просмотров: 17913
Описание:
#Farin #ফারিণ
এক অভিনেতা-গায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে এসেছিল তাসনিয়া ফারিণের নাম। অভিনেত্রী অবশ্য ভিত্তিহীন বলে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। ১৪ আগস্ট সেই গুঞ্জন অধ্যায়ের ইতি টেনেদিনেল অভিনেত্রী। সঙ্গে দিলেন নতুন চমক।
বিয়ে করেছেন তাসনিয়া ফারিণ। পাত্র শেখ রেজওয়ান, তার দীর্ঘ দিনের প্রেমিক। গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ হয়েছেন ফারিণ-রেজওয়ানের। শেখ রেজওয়ান বিদেশে কর্মরত।
১৪ আগস্ট বিকেলে নিজের ভেরিফয়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন ফারিণ। তিনি জানান, দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর তাদের সম্পর্ককে পূর্ণতা পেল। বিয়ের আসরে তোলা একটি ছবি পোস্ট করে ফারিণ জানান, তিনি যখন কলেজের ছাত্রী, তখনই এই প্রেমের সূচনা।
ফারিণ লিখেছেন, ‘ক্যামেরার সামনে আসার আগে যখন আমি কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’
কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানালেন ফারিণ। উচ্ছ্বাসে ভরা বার্তায় ফারিণ বললেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেলো। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’
বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন বলে জানান ফারিণ। আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের।
২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ নামের নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। সাবলীল অভিনয় আর মিষ্টি হাসিতে অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: