রোজার কাজা ও কাফফারা কি? Rozar Kaza O Kaffara ki?
Автор: A Reading Room
Загружено: 2024-03-30
Просмотров: 64
Описание:
রোজার কাজা ও কাফফারা কি? Rozar Kaza O Kaffara ki?
রোজার কাজা হলো ভেঙে যাওয়া বা ভেঙে ফেলা রোজার প্রতিবিধান হিসেবে শুধু রোজা আদায় করা। অতিরিক্ত কিছু আদায় না করা। অন্যদিকে রোজার কাফফারা হলো প্রতিবিধান হিসেবে অতিরিক্ত ক্ষতিপূরণ আদায় করা। যেমন;-
১. একটি কৃতদাস আজাদ করা। (এখন যেহেতু দাসপ্রথার বিলুপ্তি ঘটেছে, তাই বাকি দুভাবেই কাফফারা আদায় করতে হবে)
২. লাগাতার ৬০টি রোজা রাখবে। এর সামর্থ্য না থাকলে ৬০ জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খানা খাওয়াবে অথবা ৬০ জন মিসকিনকে সদকায়ে ফিতর পরিমাণ গম, আটা, চাল ইত্যাদি অথবা সমপরিমাণ নগদ টাকা দিবে। একজন মিসকিনকে ৬০ দিন দু বেলা খাওয়ালে ও কাফফারা আদায় হয়ে যাবে। (আলমগীরী ১/৩০৫, রদ্দুল মুহতার ৩/৩৯০)
#রোজার_মাসয়ালা
#রোজার_কাফফারা
#রোজার_কাজা_ও_কাফফারা_কি
#কাজা_ও_কাফফারা_কি
#রোাজার_ক্ষতিপূরন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: