ভারতের ইকো ট্যুরিজমের শুরু যেভাবে | রাজ বসুর সাথে কথোপকথন | বিষয়ঃ গ্রামীণ পর্যটন - ১ম পর্ব
Автор: Rezaul Karim Sumon
Загружено: 2022-10-17
Просмотров: 160
Описание:
ভারতে গ্রামীণ পর্যটনের যেভাবে বিকাশ হয়েছে তা অভাবনীয়। আজকের সিকিম, ডুয়ার্স, অরুনাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর সহ নানা দুর্গম অঞ্চল ও রাজ্যে গড়ে উঠেছে অসংখ্য হোম স্টে৷ যাদের হাত ধরে এই গ্রামীণ পর্যটন বিকশিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন আমাদের সকলের প্রিয় রাজ বসু দাদা।
ভারতের গ্রাম গুলোকে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো দেখলে স্পষ্ট বোঝা যায়, আমরা কতটা পিছিয়ে আছি। আমাদের রাস্ট্র সরকার জনগন কিংবা পর্যটকদের ভাবনায় কমিউনিটি ট্যুরিজম এর ব্যাপারটা এখনো সেভাবে আসে নি । হালের ক্রেজ সাজেকে আমরা আদিবাসী উচ্ছেদ করে পর্যটন করেছি। লুসাই গ্রামের বাসিন্দাদের তাড়িয়ে তৈরি করেছি লুসাই হ্যারিটেজ ভিলেজ। কি ভয়ংকর পর্যটন ভাবনা দিনে দিনে আমাদের গ্রাস করে ফেলেছে। সেখান থেকে আমাদের বের হতে হবে। গ্রামীণ পর্যটনকে বিকশিত করতে হবে।
গ্রামীণ পর্যটন নিয়ে শিলিগুড়িতে রাজ দার অফিসে বসে আমাদের অনেক কথা হয়েছে। বাংলাদেশেও কিভাবে গ্রামীণ পর্যটনকে এগিয়ে নেয়া যায় সে নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। সেই আলোচনার কিছু অংশ ধারাবাহিকভাবে আসবে আমার ব্যক্তিগত চ্যানেলে। আশা করি ভালো লাগবে। সুস্থ ট্যুরিজম বিকশিত হোক। @SumonsTourism এর সাথেই থাকবেন। দেশে বা দেশের বাইরে যেখানেই হোক না কেন, আমরা আশা করি আপনাদের একটি সুন্দর ট্যুরিজম উপহার দিতে পারবো। ভালবাসা অবিরাম।
Facebook: / rezaulkarimparamanik
What's app: +8801877027277
Tourism Group: / sumonstourism
Tourism Page: / sumonstourism
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: