মালদার রায়বাড়ির ৪০০ বছর প্রাচীন বনেদি কার্তিক পুজো
Автор: ADevotional Aadishalaha বাঙালির ১২মাসে ১৩পার্বন
Загружено: 2025-11-19
Просмотров: 13
Описание:
মালদার ️রায় বাড়ির #ঐতিহ্যবাহী_কার্ত্তিক_পুজো ২০২৫
মালদা জেলার ফুলবাড়ী অঞ্চলের রায় বাড়ির কার্তিক পুজো, প্রায় চাড়শত বছরের প্রাচীন। এই পুজোর শুরু হয়েছিল সুলতানী যুগে। সে একটা সময় ছিল, যখন এই পুজো কে কেন্দ্র করে রায়দের দালানে বসত পালাগানের আসর, মালদার বিখ্যাত গম্ভীরা গানের আসর। বসত মেলা। ঝাড়বাতির রোশনাই আর হাজার হাজার মানুষের ভিড়। সে এক এলাহী ব্যপার। পারিবারিক পুজো হলেও যা সার্বজনীন চেহারা নিত।
এখন আর বসে না পালা গানের আসর, গম্ভীরা গানের আসর। তবে এখনও বিশাল মেলা বসে, হাজার হাজার দর্শনার্থী আসেন "বাঁকেবিহারী" কে দর্শন করতে।
দেবসেনাপতি কার্তিক এখানে "বাঁকেবিহারী" নামে অভিহিত । বিশালাকৃতির বাঁকে বিহারীর পেছনের চালাতে তিনটি সারিতে নানা দেব দেবীর অবস্থান। কথিত আছে বংশ রক্ষার জন্য এই পূজার সূচনা পরবর্তীতে যতজন বংশে জন্মগ্রহণ করেন প্রত্যেকর জন্য দেব সেনাপতির সঙ্গে একটি করে দেবদেবীর মূর্তি সংযোজন করা হয় এইভাবেই সুবিশাল চালা ও বহু দেবদেবীর সম্মিলিত হয় এই বিগ্রহের সাথে ... সর্বশেষ সংযোজিত হন দেবী ষষ্ঠী তারপর ঠাকুর দালান ও চালা সুবৃহৎ ও পরিপূর্ণ হয়ে যাওয়ায় তখন থেকে সিদ্ধান্ত হয় আর কোন বিগ্রহ সংযোগ করা হবে না সেই থেকে এই ভাবেই দেব সেনাপতির সঙ্গে আরও ২৩জন দেবদেবী একই চালায় পূজিত হয়ে আসছেন ।একদম উপরের সারিতে রয়েছেন লক্ষ্মণ, রাম, ব্রহ্মা, বিষ্ণু, শিব, ভরত ও শত্রুঘ্ন।
দ্বিতীয় সারিতে রয়েছেন লব ,বশিষ্ঠ, গণেশ, জয়া, গঙ্গা, বিজয়া, শ্রীকৃষ্ণ, বাল্মীকি ও কুশ। দুপাশে দুটো পরি ও সিংহ
পরের সারিতে রয়েছেন মধ্যে দেব সেনাপতি , সাবিত্রী, মহালক্ষ্মী, অন্নপূর্ণা, ভগবতী, লক্ষ্মী, সরস্বতী এবং নীচে রয়েছেন ষষ্টী।
📌ফুলবাড়ি, মালদা 🥀🌾
#Malda #Englishbazar #Maldacity
🙏🙏অধ্যাতিক🙏🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: